সিলেট ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২১
স্পোর্টস ডেস্ক :: রানের খাতা খোলার আগেই উইকেট হারাল নিউজিল্যান্ড। প্রথম ওভারেই সাফল্য পেলেন নাসুম আহমেদ। ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলে নাসুমের বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন কিউই ওপেনার রাচিন রবীন্দ্রকে।
এরপর নিজের দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে নাসুম ফেরান নিউজিল্যান্ডের আরেক ওপেনার ফিন অ্যালানকেও। ২.৪ ওভারে মাত্র ১৬ রানে দুই ওপেনারের উইকেট হারায় সফরকারীরা।
চলতি সিরিজের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে একটি জয়ও ছিল না বাংলাদেশের। আর হঠাৎ করে টানা দুই ম্যাচে জয় পেল মাহমুদউল্লাহর দল। প্রত্যাশিত জয়ে প্রথমবারের মতো দেশটির বিপক্ষে সিরিজ জয়ের দুয়ারে। কিন্তু তৃতীয় ম্যাচেই হেরে বসে বাংলাদেশ।
শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার বিকাল ৪টায় শুরু হচ্ছে চতুর্থ টি-টোয়েন্টি।
টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড। এ ম্যাচ জিতলেই নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম এই ফরম্যাটে সিরিজ জয় করবে বাংলাদেশ।
মাহমুদউল্লাহ বাহিনী আজ কি পারবে সিরিজ নিজেদের করে নিতে?
বাংলাদেশের একাদশ
মোহাম্মদ নাঈম, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান (উইকেটকিপার), শেখ মাহাদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
নিউজিল্যান্ড একাদশ
রাচিন রবিন্দ্র, ফিন অ্যালেন, উইল ইয়ং, কলিন ডি গ্র্যান্ডহোম, টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটরক্ষক), হেনরি নিকোলস, কোল ম্যাকঞ্চি, টম ব্লান্ডেল, অ্যাজাজ প্যাটেল, ব্লেয়ার টিকনার ও হামিশ ব্যানেট।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি