ম্যাচ সেরা হয়ে যা বললেন নাসুম

প্রকাশিত: ৯:০৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২১

ম্যাচ সেরা হয়ে যা বললেন নাসুম

স্পোর্টস ডেস্ক :: নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয়ে দুর্দান্ত বোলিং করেছেন নাসুম আহমেদ। তার স্পিনে বিভ্রান্ত হওয়া কিউই দলটি ১৯.৩ ওভারে ৯৩ রানে অলআউট হয়। ৪ ওভারে দুই মেইডেন দিয়ে ১০ রানে ৪ উইকেট নেন নাসুম।

সহজ টার্গেট তাড়া করতে নেমে ৫ বল হাতে রেখে ৬ উইকেটে জয় পায় বাংলাদেশ। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ খেলায় জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে মাহমুদউল্লাহ রিয়াদেরনেতৃত্বাধীন দলটি।

দলের জয়ে দুর্দান্ত বোলিং করে ম্যাচ সেরার পুরস্কার জিতেন নাসুম আহমেদ।

খেলা শেষে বাঁ-হাতি এ অর্থোডক্স স্পিনার বলেন, এক ম্যাচ আগে সিরিজ জয় নিশ্চিত করতে পেরে আমরা খুবই খুশি। আমরা অধিনায়ককে কোনো চাপে ফেলতে চাইনি। আমি যতটা সম্ভব কম রান দেওয়ার চেষ্টা করেছি। উইকেটে বল ঘুরছিল, আমার মনোযোগ ছিল এক জায়গায় বল করে যাওয়া। সেটা করতে পেরে ভালো লাগছে।