সিলেট ২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩০ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২০
নিজস্ব প্রতিবেদক :: সিলেট নগরীর রেল স্টেশনের পাশ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে দক্ষিণ সুরমা থানা পুলিশ । জানা যায়, আজ বুধবার ভোর ৫ঃ৩০ মিনিটের সময় সাংবাদিক সলমান চৌধুরী জরুরী কাজে মিরের ময়দান থেকে হুমায়ুন রশীদ স্কয়ারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে রেল ষ্টেশন এলাকায় যাওয়া মাত্র রেল লাইনের পাশে পরিত্যাক্ত অবস্থায় একটি লাশ দেখতে পান। আশেপাশে থাকা মানুষজনদের ডেকে এনে লাশের পরিচয় জানার চেষ্টা করেন। এ সময় কেউই পরিচয় বলতে না পারায় বিষয়টি জরুরী সেবা ৯৯৯-এ ফোন দিয়ে বিষয়টি অবগত করলে দক্ষিণ সুরমা থানা থেকে একদল পুলিশ ঘটনাস্থলে আসে। সাংবাদিক সলমান চৌধুরী জানান,একটি লাশ পড়ে আছে রাস্তার পাশে।লাশের চোখে এবং মুখমন্ডলে পিপড়া হাটাহাটি করছে। কিন্তু রাস্তা দিয়ে চলাচলকৃত মানুষজন দেখেও অনেকটা দেখছিলেন না। সবাই লাশের দিকে তাকিয়ে তাকিয়ে যাচ্ছিলেন। কেউ একজন এসে লাশের পাশেও দাড়িয়ে কোন কিছু জানার চেষ্টা করছিলেন না। একটি মানুষকে এইভাবে কুপিয়ে রাস্তায় ফেলে রেখে যাওয়াটাও তো স্বাভাবিক না। ক তিনি আরো জানান, যুবকের পেটে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে । ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ খায়রুল ফজল। তিনি জানান,আজ সকালে রেল ষ্টেশন এলাকায় অজ্ঞাত যুবকের লাশ দেখতে পেয়ে একজন সাংবাদিক ৯৯৯- এর মাধ্যমে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে । ময়না তদন্তের জন্য লাশটি ওসমানী হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে । প্রাথমিক ধারণা করা হচ্ছে তাকে ছুরিকাঘাত করে খুন করা হয়েছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত লাশটির পরিচয় জানা যায়নি।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি