এবার স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

প্রকাশিত: ১১:১৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২১

এবার স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

 

 

নিউজ ডেক্স :: সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের কমিটি ইস্যু নিয়ে এবার পদত্যাগ করেছেন কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক সৈয়দ কামরুজ্জামান জুবেদ।

শুক্রবার দলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবরে এক লিখিত পত্রে এ পদত্যাগ করেন তিনি।

পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, আমি স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্বে আছি। সম্প্রতি সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটি দেওয়া হয়েছে। আমি অত্যান্ত বেদনার সাথে দেখলাম- আমার নিপীড়িত ভাই-সহযোদ্ধা জীবনের সব কিছু বিলিয়ে দিয়েও যোগ্যতার মাপকাঠিতে উত্তীর্ণ হতে পারেনি।

আমার কারো প্রতি কোন অভিযোগ নেই। আপানাদের নেতৃত্ব নিয়ে আমার কোন অশ্রদ্ধাও নেই। কিন্তু বেদনাহত ভাইদের জন্য হৃদয়ে রক্তকরন থামানোর শক্তি বিধাতা আমাকে দেননি।

সহ সাংগঠনিক সম্পাদক সৈয়দ কামরুজ্জামান ওই পত্রে আরো উল্লেখ করেন, আমি ক্ষমা চাই আপনাদের সাথে। পুণ্যভূমির একজন নগণ্য সন্তান হিসাবে আমার বঞ্চিত নির্যাতিত ভাইগুলোর সমান্তরাল দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আজকে আমার পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম।

এ সংক্রান্ত আরও সংবাদ