সিলেটে র‌্যাবের পৃথক অভিযানে ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার

প্রকাশিত: ৩:৫১ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২০

সিলেটে র‌্যাবের পৃথক অভিযানে ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থেকে ৩৯০ পিস ইয়াবাসহ জাহির মিয়া (২৪) ও সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা থেকে ৪৮৫ পিস মো. শারফান (২৩) নামে ২ যুবককে পৃথক অভিযান চালিয়ে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুর আড়াইটা ও সন্ধ্যা ৬টার দিকে জানাউড়া এলাকা থেকে জাহির এবং বোয়ালিয়া থেকে শারফানকে গ্রেফতার করা হয়।

এ সময় জাহিরের একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

গ্রেফতারকৃত জাহির মিয়া (২৪) মৌলভীবাজারের শ্রীমঙ্গলের মাজদীপাহাড় গ্রামের জহুর আলীর ছেলে ও মো. শারফান (২৩) সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের কাচিরগাতী গ্রামের মো. বাওল মিয়ার ছেলে।

উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে মামলা দায়ের করে শ্রীমঙ্গল ও বিশ্বম্ভপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর এএসপি (মিডিয়া অফিসার) ওবাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।