সিলেট ২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২০
অনলাইন ডেস্ক :: সিলেট মেট্রোপলিটন চেম্বার্সের অফিস সচিব জাহাঙ্গীর হোসেন বাসায় থেকেই করোনা জয় করেছেন।
জাহাঙ্গীর হোসেন সিলেট ওসমানী মেডিকেলে নমুনা দিলে গত ২৩ মে কোভিড-১৯ পজেটিভ রিপোর্টে করোনা শনাক্ত হয়।
এরপর থেকে নিজ বাসায় হোম কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিতে থাকেন জাহাঙ্গীর হোসেন। টানা ১৫ দিন পর আবার ফলোআপ টেস্টের জন্য ফের নমুনা দেন তিনি। দ্বিতীয় বারের মতো আবারো পজেটিভ রিপোর্ট আসে। আবারো হোম কোয়ারেন্টাইন অব্যাহত রাখেন তিনি। পুনরায় ফলোআপ টেস্টের জন্য ফের নমুনা দেয়া হলে দীর্ঘ ৩৭ দিন পর গত ২২ জুন কোভিড-১৯ নেগেটিভ আসে রিপোর্টের ফলাফল।
জাহাঙ্গীর হোসেন বলেন, আল্লাহের অশেষ মেহেরবানি এবং সকলের দোয়া ও ভালোবাসা নিয়ে কোভিড-১৯ এর নেগেটিভ রিপোর্ট পেয়েছি। সবার এ ভালোবাসা আমাকে পরবর্তী সকল প্রকার যুদ্ধে সম্মুখে থাকার সাহস যোগাবে প্রতিনিয়িত।
উল্লেখ্য, মহামারি করোনাভাইরাস আসার পর থেকেই লকডাউনে থাকা অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছিলেন তিনি। নিয়মিত ত্রাণ বিতরণ কার্যক্রম, সচেতনতা বৃদ্ধিসহ চেম্বার্সের সকল আয়োজন ও বিভিন্ন সামাজিক, সরকারি সর্ব ধরনের কাজে সরাসরি কাজ করে আসছিলেন জাহাঙ্গীর হোসেন।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি