মানিকপীর টিলায় চিরনিন্দ্রায় শায়িত হলেন ড. এনামের পিতা মুজিবুল

প্রকাশিত: ৬:৩৭ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২০

মানিকপীর টিলায় চিরনিন্দ্রায় শায়িত হলেন ড. এনামের পিতা মুজিবুল

নিজস্ব প্রতিবেদক :: মানিকপীর টিলায় চিরনিন্দ্রায় শায়িত করা হয়েছে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা যাওয়া বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এনামের পিতা মুজিবুল হক চৌধুরীকে।

আজ বুধবার (৮ জুলাই) বাদ জোহর সিলেট নগরের মানিকপীর টিলায় জানাজার নামাজ শেষে তাকে দাফন করা হয়।

জানাজায় ইমামতি করেন সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী।

জানাযার নামাজে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, মহানগর জামায়াতের আমির অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, জামায়াত নেতা মাওলানা হাবিবুর রহমান, সিলেট সিটি করপোরেশনের ৪ নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, জামায়াত নেতা মাওলানা সুহেল আহমদ, সিলেট মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, আনোয়ার হোসেন খাঁন, মাওলানা আব্দুল মুকিত, ড্যাব সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. শাকিলুর রহমান, বিএনপি নেতা লোকমান আহমদ, নজরুল ইসলাম, আব্দুল হাসিব, ব্যারিস্টার রিয়াসত আজিম আদনান, আমিনুর রহমান খোকন ও আবদুর রহিম প্রমুখ।

উল্লেখ্য, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. ইনামুল হকের পিতা মুজিবুল হক চৌধুরী (৮০) করোনায় আজ বুধবার ভোর রাত ৩টার দিকে নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি করোনা আক্রান্ত ছিলেন।