সালমান শাহর জন্মদিনে বিশেষ আয়োজন

প্রকাশিত: ১০:৩০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২১

সালমান শাহর জন্মদিনে বিশেষ আয়োজন

 

বিনোদন ডেস্ক ::
আজ ঢালিউডের প্রয়াত নায়ক সালমান শাহর জন্মদিন। এ উপলক্ষ্যে বৈশাখী টিভি বিশেষ আয়োজন করেছে। দিনটিতে প্রয়াত এ নায়কের স্মরণে তার অভিনীত গান ও সিনেমা প্রচার হবে। সকাল ৮টা ২০ মিনিটে ‘বৈশাখী সকালের গান’ অনুষ্ঠানে সালমান শাহ্ অভিনীত সিনেমার কয়েকটি গান গাইবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আগুন। সকাল ১০টা ২৫ মিনিটে প্রচার হবে সালমান শাহ, শাবনূর, ডলি জহুর, রাজীব অভিনীত ‘বিক্ষোভ’। দুপুর ২টা ৪৫ মিনিটে রয়েছে সালমান শাহ, শাবনূর, রাজীব অভিনীত ‘প্রেম পিয়াসী’। দুপুর ১টা ২০ মিনিটে রয়েছে তানহা তাসনিয়ার উপস্থাপনায় ‘শুধু সিনেমা গান’ অনুষ্ঠানটি সাজানো হয়েছে সালমান শাহ্ অভিনীত কয়েকটি সিনেমার গান দিয়ে। প্রসঙ্গত, ১৯৯৩ সালে ক্যারিয়ার শুরু করা সালমান শাহ ১৯৯৬ সালের ৬ অক্টোবর মারা যান। তার মৃত্যু আত্মহত্যা নাকি খুন সেটা এখনো রহস্যাবৃত