নগরীর কোর্ট পয়েন্টে গণতন্ত্রী পার্টির মাস্ক বিতরণ

প্রকাশিত: ১০:৩৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২১

নগরীর কোর্ট পয়েন্টে গণতন্ত্রী পার্টির মাস্ক বিতরণ

 

 

অনলাইন ডেস্ক ::
মহামরী করোনাভাইরাস প্রতিরোধে সরকারি বিধিনিষেধ মেনে চলতে সাধারণ জনগণকে সচেতনতার লক্ষ্যে মাস্ক বিতরণ করেছে গণতন্ত্রী পার্টির সিলেট জেলা ও মহানগর।

রোববার (১৯ সেপ্টেম্বর) প্রচারণা কার্যক্রমের অংশ হিসেবে সিলেট নগরীর কোর্ট পয়েন্টে আগত মাস্কবিহীন পরিবহন শ্রমিক, যাত্রী, পথচারী, ভিক্ষুকসহ জনসাধারণকে মাস্ক পরিয়ে দেয়া হয়। এসময় তারা সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।

মাস্ক বিতরণকালে উপস্থিত ছিলেন- গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি ব্যারিস্টার মুহাম্মদ আরশ আলী, সিলেট জেলা কমিটির সহ সভাপতি সৈয়দ সয়েফ আহমদ, সাধারণ সম্পাদক জুনেদুর রহমান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক গুলজার আহমদ, দপ্তর সম্পাদক আজিজুর রহমান খোকন, মহানগর গণতন্ত্রী পার্টির আহ্বায়ক মাছুম আহমদ, সদস্য সচিব শ্যামল কপালী, অধ্যাপক প্রাণকান্ত দাশ, প্রভাষক আখকুল আসপিয়া, শংকর ঘোষ প্রমুখ।