নারী পুলিশের ওপর হামলার ঘটনায় ৪ জন কারাগারে

প্রকাশিত: ১০:৪১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২১

নারী পুলিশের ওপর হামলার ঘটনায় ৪ জন কারাগারে

 

অনলাইন ডেস্ক ::
ময়মনসিংহ সদর উপজেলার চর ভবানীপুর গ্রামে এক নারী পুলিশ সদস্যের (৩১) ওপর হামলার ঘটনায় চারজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (১৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আব্দুল হাই এ আদেশ দেন।

আসামিরা হলেন-আজিজুল হক (৫২), তার সহযোগী সারোয়ার হোসেন (২৭), আবুল কালাম (৩৫) ও মঞ্জু মিয়া (২৯)।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ এ তথ‍্য নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার (১৮ সেপ্টেম্বর) রাতে আহত পুলিশ সদস্যের বড় ভাই মো. আলী আকবর বাদী হয়ে ১৬ জনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করেন। মামলার পর রাতভর অভিযান চালিয়ে পুলিশ চারজনকে গ্রেপ্তার করে।

মামলা সূত্রে জানা যায়, আহত পুলিশ সদস্য সুমাইয়া খাতুন ঢাকা জেলা পুলিশ সুপার কার্যালয়ের কন্ট্রোল রুমে কর্মরত। তিনি মাতৃত্বকালীন ছুটিতে বাবার চর ভবানীপুর গ্রামে বেড়াতে গিয়েছিলেন। শনিবার জমি-সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন তার মাথায় রামদা দিয়ে কোপ দেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।