জিন্দাবাজার থেকে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশিত: ৮:১২ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২০

জিন্দাবাজার থেকে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:: সিলেট নগরীর জিন্দাবাজার অভিযান চালিয়ে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।

আজ বুধবার (৮ জুলাই) দুপুর দেড়টায় ইয়াবা বিক্রিকালে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, ছাতক উপজেলার গোবিন্দনগর গ্রামের সুনাফর আলীর পুত্র সাহেদ আহমদ (৪০) ও এসএমপির জালালাবাদের পূর্বদশা গ্রামের মৃত আব্দুল করিমের পুত্র দুলাল মিয়া (২৫)।

র‌্যাব-৯ এর এএসপি (মিডিয়া) ওবাইন জানান, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৩৩০ পিস ইয়াবা ও মাদক বিক্রির ৮৯০ টাকা উদ্ধার করা হয়েছে।

পরে র‌্যাব বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে কোতোয়ালী থানায় হস্তান্তর করে।

এ সংক্রান্ত আরও সংবাদ