সিলেট ২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৯ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২০
দোয়ারাবাজার প্রতিনিধিঃ সুনামগঞ্জের দোয়ারাবাজারে সম্প্রতি পাহাড়ি ঢল ও অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় উপজেলার বিভিন্ন সড়ক ভেঙে পড়েছে। ফলে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। বিড়ম্বনা ও দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারীদের। বুধবার(৮ জুলাই) দুপুরে জেলা প্রশাসক মো. আব্দুল আহাদ সরেজমিনে এসব এলাকা পরিদর্শন করেছেন। উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত বালু নদীর ব্রীজ, হকনগর সুইস গেইট, পেকপাড়া বিওপি ক্যাম্প (প্রস্তাবিত) ও রাস্তা, বোগলাবাজার ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্হ বোগলাবাজার বিওপি ক্যাম্প, সুইস গেইট ও রাস্তাপরিদর্শন করেন জেলা প্রশাসক আব্দুল আহাদ। পরিদর্শনের এক পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাঁশতলা হকনগর স্মৃতিসৌধ এলাকায় বৃক্ষ রোপন করেন তিনি। এসময় তিনি মুক্তিযুদ্ধে শহীদদের সমাধিস্থলও পরিদর্শন করেন। পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত এলাকার সমস্যা নিরসনে দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন এবং বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার বিভিন্ন মানুষের খোঁজ খবর নেন। এসময় আরো উপস্থিত ছিলেন ২৮ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল মকসুদুল আলম, বিএডিসির এক্সিয়েন ইঞ্জিনিয়ার প্রনজিত কুমার সাহা, দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানা, বাংলাবাজার ইউপি চেয়ারম্যান জসিম মাষ্টার, বোগলাবাজার ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম জুয়েল প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি