সিলেট ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২১
স্পোর্টস ডেস্ক:: চলতি মাসের শুরুতে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের একটি রেকর্ড ভেঙে দেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি।
ওই ম্যাচে বলিভিয়াকে ৩-০ গোলে হারায় আর্জেন্টিনা। তিনটি গোলই আসে মেসির পা ছুঁয়ে, অর্থাৎ হ্যাটট্রিক করেন ফুটবলের এ সময়ের মহাতারকা।
আর এই হ্যাটট্রিক দিয়েই লাতিন আমেরিকা অঞ্চলে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে থাকা পেলেকে হটান মেসি। ফুটবলের কালো মানিকের ৭৭ গোলকে টপকে মেসি জমা করেন ৭৯।
নিজের রেকর্ড ভাঙা আর এতদিন পর মেসিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন পেলে। দেরিতে অভিনন্দন জানানোর জন্য দুঃখ প্রকাশও করলেন মেসির কাছে।
এই দেরির জন্য অবশ্য পেলের শারীরিক অসুস্থতা দায়ী। ওই সময় শরীরটা ভালো ছিল না পেলের। হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে ছিলেন তিনি। গত ৩১ আগস্ট থেকে হাসপাতালের বিছানায়ই তিনি।
এবার একটু সুস্থ হতেই আর্জেন্টাইন অধিনায়ককে শুভেচ্ছা জানাতে ভোলেননি পেলে। আর হাসপাতালের বিছানায় শুয়েই সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে মেসির সেই হ্যাটট্রিক উদযাপনের একটি ছবি পোস্ট করেছেন পেলে। ক্যাপশনে লিখেছেন— ‘দেরি করে ফেলায় আমি দুঃখিত (স্যরি) মেসি। যাই হোক, চলতি মাসের শুরুতে আরেকটি রেকর্ড ভাঙার জন্য তোমাকে অভিনন্দন জানানোর সুযোগ হাতছাড়া করতে চাই না। তোমার ফুটবলীয় প্রতিভা অসাধারণ! আশা করি তুমি নেইমার ও এমবাপ্পের পাশে থেকে আরও অনেক কিছু জিতবে।’
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি