সিলেট ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২১
বিনোদন ডেস্ক ::
ঢাকাই সিনেমার সুদর্শনা নায়িকা আঁচলের জন্মদিন আজ রোববার (২৬ সেপ্টেম্বর)। এদিন বন্ধু, ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও পরিচিতজনদের শুভেচ্ছার জোয়ারে ভাসছেন এই অভিনেত্রী।
কিছুদিন আগে আঁচল জানিয়েছেন তিনি প্রেম করছেন। তার প্রেমিকের নাম সৈয়দ অমি। যিনি একজন সংগীতশিল্পী। সব ঠিক থাকলে আগামী বছরই বিয়ের পিঁড়িতে বসবেন তারা।
জন্মদিনে আঁচলকে কী উপহার দিলেন তার হবু বর গায়ক সৈয়দ অমি? আলাপকালে সৈয়দ অমি বলেন, ‘গানের ভিডিও করতে গিয়েই আঁচলের সঙ্গে আমার পরিচয় ও সম্পর্ক। এরপর থেকেই সে আমার গানের ভীষণ ভক্ত। আমার গানের মূল্য তার কাছে অতুলনীয়। তাই জন্মদিনে তাকে আমি একটা মিষ্টি ভালোবাসার গান উপহার দিয়েছি।’
অমি জানান, রাত ১২টা ১ মিনিট বাজতেই এদিন আঁচলের বনশ্রীর বাসায় গিয়ে হাজির হন তিনি। এরপর জন্মদিনের বিশেষ উপহার হিসেবে স্পিকারে গানটি বাজিয়ে আঁচলকে শোনান। গানটির শিরোনাম ‘প্রেমের প্রাসাদ’। আগের দিনই আঁচলকে ভেবে গানটির মুখ লিখেছেন এবং সুর করেছেন তিনি। এরপর বাকি কথা দেন মাসুদ আহমেদ। সংগীতায়োজনে রিয়েল আশিক।
সৈয়দ অমি আরও জানান, জন্মদিনের উপহার হিসেবে গানটি পেয়ে খুবই উচ্ছ্বসিত আঁচল। শিগগিরই গানটির ভিডিও নির্মাণ করা হবে। যাতে অমির মডেল হিসেবে অংশ নেবেন আঁচল। এরপর এটি দর্শক-শ্রোতাদের জন্য উন্মুক্ত করা হবে।
উল্লেখ্য, গত বছর সৈয়দ অমির ‘ও জান রে’ শিরোনামে গানের ভিডিওতে মডেল হন আঁচল। সেখান থেকেই দুজনের ভালোলাগা ও ভালোবাসার শুরু। অমির পরিবারও আঁচলকে খুব পছন্দ করে। আগামী বছরই তারা বিয়ে করবেন বলে জানিয়েছেন অমি।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি