র‌্যাংকিংয়ে বিশ্বের সেরা ৫০০ বিশ্ববিদ্যালয়ে নর্থ সাউথ ইউনিভার্সিটি

প্রকাশিত: ৩:৩৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২১

র‌্যাংকিংয়ে বিশ্বের সেরা ৫০০ বিশ্ববিদ্যালয়ে নর্থ সাউথ ইউনিভার্সিটি

অনলাইন ডেস্ক ::
‘কিউএস গ্র্যাজুয়েট এমপ্লয়বিলিটি র‌্যাংকিং ২০২২’-এ বিশ্বের শীর্ষ ৫০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান লাভ করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ)।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনএসইউ জানিয়েছে, গত ২৩ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক এই র‍্যাংকিংটি প্রকাশিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এনএসইউ বাংলাদেশে উচ্চশিক্ষায় তার অগ্রণী ভূমিকাকে আরও দৃঢ় করছে। নর্থ সাউথ ইউনিভার্সিটি এশিয়ার শীর্ষ ১০০ বিশ্ববিদ্যালয় এবং বিশ্বের শীর্ষ ১০০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে তাদের লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ অগ্রগতি অব্যাহত রেখেছে।’

উল্লেখ্য, বাংলাদেশের একমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে ধারাবাহিকভাবে এ সাফল্য অর্জন করেছেন নর্থ সাউথ।
এছাড়া দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় সমূহের মাঝে একমাত্র নর্থ সাউথ ইউনিভার্সিটিই এই মাইলফলক অর্জন করেছে। এনএসইউ গর্বের সঙ্গে তার প্রথম স্থানটি ধরে রেখেছে এবং ৩০১-৫০০ র‍্যাংক অর্জন করেছে।

কিউএস গ্রাজুয়েট এমপ্লয়াবিলিটি র‌্যাংকিংয়ে একটি বিশ্ববিদ্যালয়ের অবস্থান নির্ভর করে ওই বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট এমপ্লয়াবিলিটির ফলাফল এবং সম্ভাবনার উপর।

উল্লেখ্য, কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিং, এশিয়া র‌্যাংকিং, সাবজেক্ট র‌্যাংকিং (ব্যবসা এবং অর্থনীতি অনুষদ বিষয়ে বিশ্বের শীর্ষ ৩৫০-৪০০ রেঞ্জের মধ্যে অবস্থান) কিউএস-এর এসব র‌্যাংকিং প্ল্যাটফর্মে সবটিতে নর্থ সাউথ ইউনিভার্সিটি ধারাবাহিক সাফল্য বজায় রেখেছে।

সর্বশেষ কিউএস গ্রাজুয়েট এমপ্লয়াবিলিটি র‌্যাঙ্কিং ২০২২ এর বিস্তারিত তথ্য অনুসন্ধান এর লিংক-