সিলেট ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২১
অনলাইন ডেস্ক ::
বাউল কল্যাণ সমিতি সিলেট বিভাগের সভাপতি কামাল উদ্দিন রাসেলের মুক্তির দাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রাতে বাউল কল্যাণ সমিতি সিলেট বিভাগের তালতলাস্থ অস্থায়ী কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বাউল কল্যাণ সমিতি সিলেট বিভাগের সিনিয়র সহ সভাপতি বাউল বিরহী লাল মিয়ার সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব এর পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- প্রবীণ গীতিকার, নাট্যকার, প্রযোজক শাহাদাত হোসেন লুলন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাট্য অভিনেতা শাহেদ মোশাররফ কটাই মিয়া, আরকুম শাহ মাজার কমিটির উপদেষ্টা মোহাম্মদ বুরহান উদ্দিন মাইজ ভান্ডারী, বাউল কল্যাণ সমিতি সিলেট বিভাগের সহ সভাপতি বাউল সিরাজ উদ্দিন, সহ সভাপতি মুজিবুর রহমান মুজিব, প্রবীণ গীতিকার হিরণ মিয়া, বাউল কল্যাণ সমিতি সিলেট বিভাগের সদস্য বাউল সূর্য লাল, প্রবীণ বাউল জুয়েল আহমদ।
বক্তারা বলেন, কামাল উদ্দিন রাসেল সিলেটের বাউলদের কর্ণধার। সুস্থধারার বাউল গান পরিবেশন করতে তার ভূমিকা ছিল অপরিসীম। বিশেষ করে মরমি সাধকদের আধ্যাত্মিক গান যারা বিকৃত করে পরিবেশন করে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান ছিল তার। বাউলদের নিয়ে তার প্রশংসনীয় কর্মকাণ্ডে ঈর্ষান্বিত হয়ে একটি গোষ্ঠী তার উপর সড়ষন্ত্রে লিপ্ত থাকে। সেই ধারাবাহিকতায় সড়ষন্ত্রের শিকার হয়ে তিনি কারাগারে বন্দী রয়েছেন। বক্তারা দ্রুত কামাল উদ্দিন রাসেলকে মুক্তি দিতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি