সিলেট ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫২ অপরাহ্ণ, জুলাই ৯, ২০২০
স্পোর্টস ডেস্ক :;
দীর্ঘদিন ধরে মাঠের বাইরে ক্রিকেটাররা। ঘরবন্দি থাকায় সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে পেসারদের। মাঠে না থেকে পেসারদের ফিটনেস ধরে রাখা চ্যালেঞ্জিং।
করোনাভাইরাস মহামারীর সময়ের কথা মাথায় রেখে মোস্তাফিজ-আবু জায়েদ রাহিদের নিয়ে অনলাইন পরামর্শ দিলেন পেস বোলিং কোচ ওটিস গিবসন। ঘরে থাকলেও ফিটনেস যেন ঠিক রাখেন ক্রিকেটাররা এই পরামর্শ দিয়েছেন তিনি।
গিবসন ক্রিকেটারদের পরামর্শ দিয়ে বলেছেন, ফিটনেস যদি ঠিক থাকে তাহলে ধারাবাহিকতা বা ফর্ম দ্রুতই চলে আসবে। এজন্য কিছুদিন অনুশীলন করলেই হবে। জাতীয় দলের এক পেসার এ বিষয়ে বলেন, ‘আমাদের টেকনিক, ট্যাকটিকস ও ফিল্ডিং নিয়েও আলোচনা করেছেন কোচ। কী করলে আমরা এসব জায়গায় উন্নতি করেত পারব তা বলে দিয়েছেন। তিনি বলেছেন, আমাদের বোলিং ভিডিও করে তাকে পাঠাতে।’
অবশ্য গিবসনের সঙ্গে এই ভিডিও কনফারেন্সের আগে থেকেই পেসাররা নিজ উদ্যোগে বোলিং অনুশীলন করেছেন। তাসকিন আহমেদ নিজ বাসার গ্যারেজে, মোহামম্মদ সাইফউদ্দিন বাড়ির কাছে মাঠে, আল-আমিন হোসেন, এবাদত হোসেন, আবু জায়েদ রাহি এবং মোস্তাফিজুর রহমানও নিজ বাড়ির পাশে হালকা বোলিং করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
আইটি সম্পাদক : মাসুম আহমদ
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি