‘এক নম্বর তো আমি’

প্রকাশিত: ১:৫৪ অপরাহ্ণ, জুলাই ৯, ২০২০

‘এক নম্বর তো আমি’

স্পোর্টস ডেস্ক :;
প্রায় চার মাস বিরতির পর মাঠে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। বহু আলোচিত ও প্রতীক্ষিত ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু হয়েছে বুধবার। দু’দলের এই লড়াইয়ের গতিপথ অনেকটা নির্ভর করবে দুই অলরাউন্ডার জেসন হোল্ডার ও বেন স্টোকসের ওপর।

ক্যারিবিয়ান অধিনায়ক হোল্ডার মনে করিয়ে দিলেন, র‌্যাংকিংয়ের শীর্ষে তিনিই। হোল্ডার বলেন, ‘ব্যক্তিগত স্বীকৃতি বা আইসিসি র‌্যাংকিং আসলে আমাকে ততটা ভাবায় না। বেনকে (স্টোকস) নিয়েই সব সময় আলোচনা হয়, সেটি যৌক্তিকভাবেই। সে আসলেই দারুণ ক্রিকেটার। কিন্তু আইসিসি র‌্যাংকিং বলছে, আমি এক নম্বর অলরাউন্ডার। সম্ভবত যতটা কৃতিত্ব আমার প্রাপ্য, ততটা আমি পাই না, কে জানে!’

টেস্ট অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ে ৪৭৩ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে হোল্ডার, ৪০৭ পয়েন্ট নিয়ে দুয়ে স্টোকস। তবে ব্যক্তিগত লড়াইয়ের চেয়ে ক্রিকেটে মন দিতেই বেশি আগ্রহী হোল্ডার। তিনি বলেন, ‘আমি আসলে এসবের মধ্যে খুব একটা পড়তে চাই না।

সাংবাদিকরা তাদের মতো করে গল্প লিখবেন, আমি এখানে আছি শুধু ক্রিকেট খেলতে। হ্যাঁ, স্টোকসের মতো প্রতিদ্বন্দ্বী বা বিশ্বজুড়ে এ ধরনের সব প্রতিদ্বন্দ্ব^ীর সঙ্গে লড়াইটা দারুণ ব্যাপার।’ তিনি বলেন, ‘সিরিজ শেষে স্টোকসকে পরামর্শ দেব। সামর্থ্যবান একজনের কাঁধেই ইংল্যান্ডের দায়িত্ব পড়েছে। সে অসাধারণ এক ক্রিকেটার, দারুণ একজন প্রতিযোগী এবং আমি নিশ্চিত, ইংল্যান্ডের ড্রেসিংরুমে সবাই তাকে অনুসরণ করে। তাকে সাহায্য করার জন্য অভিজ্ঞ ক্রিকেটারও আছে দলে। নেতৃত্বের এই এক ম্যাচের জন্য তাকে শুভকামনা জানাই।’