সিলেট ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩২ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২১
অনলাইন ডেস্ক
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রশিবিরের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ইমাদ আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। উপজেলার ছয় নম্বর দক্ষিণ রণিখাই ইউপি নির্বাচনে তিনি নৌকা প্রতীকে নির্বাচন করতে প্রচার চালাচ্ছেন। এমনকি শনিবার দলের অভ্যন্তরীণ ভোটেও তিনি এগিয়ে ছিলেন। ২০টি ভোটের মধ্যে ইমাদ ১১টি পেয়ে প্রাথমিকভাবে নৌকার প্রার্থী হিসেবে এগিয়ে রয়েছেন। এ নিয়ে তৃণমূলে ইমাদকে নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছে।
ইকবাল হোসেন ইমাদ ২০০৬-২০০৭ সেশনে কোম্পানীগঞ্জ ছাত্রশিবিরের সেক্রেটারি ছিলেন। তার সময়ে সভাপতি ছিলেন আব্দুস শাকুর। ২০১৬ সাল পর্যন্ত জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তার ফেসবুক পেজে এর প্রমাণ পাওয়া যায়। আওয়ামী লীগে যোগদানের পর ২০১৯ সালে ইউনিয়ন আওয়ামী লীগের কমিটিতে সদস্যপদ লাভ করেন। মাত্র দুই বছরের মধ্যে নৌকার প্রার্থী হতে তৎপরতা শুরু করায় স্থানীয় নেতাকর্মীরা সহজভাবে তা মেনে নিতে পারছেন না।
এ বিষয়ে দক্ষিণ রণিখাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজমুল ইসলাম বলেন, একজন শিবির নেতার সঙ্গে আমরা কী করে রাজনীতি করব। ইকবাল হোসেন ইমাদ কমিটিতে এলে শুরুতে আমি প্রতিবাদ করি। তিনি অদৃশ্য শক্তির কারণে কমিটিতে থেকে যান। এখন নৌকার কাণ্ডারি হতে চাচ্ছেন।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি