‘বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলা প্রতিষ্ঠায় দ্রুত এগিয়ে যাচ্ছি’

প্রকাশিত: ১১:৪৪ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২১

‘বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলা প্রতিষ্ঠায় দ্রুত এগিয়ে যাচ্ছি’

অনলাইন ডেস্ক

পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন, সঠিক পরিকল্পনা প্রণয়নের কারণে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। দেশের মানুষের মাথাপিছু আয়, গড় আয়ু ও শিক্ষার হার বেড়েছে। মাতৃ ও শিশু মৃত্যুর হার কমেছে। সব মিলিয়ে আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলা প্রতিষ্ঠায় দ্রুত এগিয়ে যাচ্ছি।

রোববার বিকাল সাড়ে ৪টায় টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ২০০৯ সালের ৬ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসার পর দেশকে পরিকল্পিতভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রূপকল্প ২০২১ ঘোষণা করেছিলেন। ২০৪১ সালে আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠিত করতে সক্ষম হব।

এর আগে তিনি বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর তিনি বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।

এসময় বিআরডিবির মহাপরিচালক সুপ্রিয় কুমার কুন্ডু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইলিয়াছুর রহমান, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, বিআরডিপির উপপরিচালক গোলাম রছুল প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ