হ্যাটট্রিক জয়ে প্লে অফে কোহলির বেঙ্গালুরু

প্রকাশিত: ১১:৫২ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২১

হ্যাটট্রিক জয়ে প্লে অফে কোহলির বেঙ্গালুরু

স্পোর্টস ডেস্ক

মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়েলসের পর পাঞ্জাব কিংসকে হারিয়ে তৃতীয় দল হিসেবে আইপিএল ১৪তম আসরের প্লে অফ নিশ্চিত করল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

কোহলিদের জয়ে প্লে অফের স্বপ্ন ভঙ্গ পাঞ্জাব কিংসের। রোববার কঠিন সমীকরণের ম্যাচে মাত্র ৬ রানে হেরে যায় প্রীতি জিনতার ফ্র্যাঞ্চাইজি পাঞ্জাব কিংস।

লোকেশ রাহুলের নেতৃত্বাধীন দলটি বেঙ্গালুরুর বিপক্ষে ১৬৫ রানের টার্গেট তাড়ায় উড়ন্ত সূচনা করে।

উদ্বোধনী জুটিতে মায়াঙ্ক আগারওয়ালকে সঙ্গে নিয়ে ৯১ রান করে ফেরেন অধিনায়ক রাহুল। এরপর ৬৭ রানের ব্যবধানে ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যাওয়া পাঞ্জাব কার্যত বিদায় নেয় আইপিএল থেকে।

চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালসের পর তৃতীয় দল হিসেবে আইপিএল ১৪তম আসরের প্লে অফ নিশ্চিত করল বেঙ্গালুরু।

সাকিব আল হাসানদের কলকাতা নাইট রাইডার্স যদি নিজেদের শেষ দুই খেলায় সানরাইজার্স হায়দরাবাদ ও রাজস্থান রয়েলসের বিপক্ষে জয় পায় তাহলে চতুর্থ দল হিসেবে শেষ চারে খেলতে পারবে কেকেআর।

একই সমীকারণ মোস্তাফিজদের রাজস্থান রয়েলসের সামনে। নিজেদের শেষ দুই ম্যাচে ইতোমধ্যে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়া মুম্বাই ইন্ডিয়ান্স ও কেকেআরের বিপক্ষে জয় পায় তাহলে প্লে অফে খেলার সুযোগ পাবে রাজস্থান।