স্বাস্থ্যখাতের আলোচিত সেই মিঠু যা বললেন দুদকে

প্রকাশিত: ৮:৪০ অপরাহ্ণ, জুলাই ৯, ২০২০

স্বাস্থ্যখাতের আলোচিত সেই মিঠু যা বললেন দুদকে

অনলাইন ডেস্ক :;
যুক্তরাষ্ট্রে অবস্থানকারী স্বাস্থ্যখাতের আলোচিত ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম মিঠু তার প্রতিনিধির মাধ্যমে দুদকে লিখিত একটি বক্তব্য দিয়েছেন। তাতে মিঠুর স্বাক্ষরও রয়েছে।

বৃহস্পতিবার দুদকে পাঠানো লিখিত বক্তব্যে মিঠু বলেছেন, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিমান যোগাযোগ বন্ধ থাকায় স্বশরীরে হাজির হয়ে বক্তব্য দিতে পারেননি তিনি।

গত ৫ বছর ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন উল্লেখ করে তিনি তার বক্তব্যে বলেন, তার মালিকানাধীন ‘লেক্সিকন মার্চেন্টাইজ ও টেকনো ট্রেড লিমিটেড কোভিড-১৯-এর চিকিসাসামগ্রী মাস্ক পিপিই ও অন্যান্য স্বাস্থ্য সরঞ্জামাদি আমদানি বা সরবরাহ করেননি।

তিনি এ বক্তব্যের মাধ্যমে স্বীকার করেছেন দেশে তার দুটি ঠিকাদারী প্রতিষ্ঠান রয়েছে। তার ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে সিন্ডিকেট করে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করছে দুদক। পরিচালক মীর জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বে চার সদস্যের টিম এই অনুসন্ধান কাজ পরিচালনা করছে।

দুদক সূত্রে জানা যায়, মিঠু তার লিখিত বক্তব্যে আরও বলেছেন- প্রকৃত সত্য ঘটনা দুদকের তদন্তে বেরিয়ে আসুক। দোষীদের শাস্তি বিধানের মাধ্যমে দেশবাসীর সামনে তথ্য-উপাত্ত উন্মোচন করা প্রয়োজন।

এ সংক্রান্ত আরও সংবাদ