শাবিপ্রবির লেকে ১০০ কেজি পোনা মাছ অবমুক্ত

প্রকাশিত: ১১:৪৫ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২১

শাবিপ্রবির লেকে ১০০ কেজি পোনা মাছ অবমুক্ত

হাসান নাঈম,শাবিপ্রবি প্রতিনিধি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) দুইটি লেকে ১০০ কেজি কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। সিলেট সদর উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ২০২১-২২ অর্থবছরের রাজস্ব বাজেটের অর্থায়নে এ পোনা অবমুক্ত করা হয়। বুধবার ( ৬ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ড. এম. এ. ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবন সম্মুখস্থ লেকে পোনামাছ অবমুক্ত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সিলেট বিভাগীয় মৎস অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. মোতালেব হোসেন, জেলা মৎস অফিসার মো. আবুল কালাম আজাদ, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন। পোনা অবমুক্তকালে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ‘মৎস্য অধিদপ্তরের সাথে কাজ করতে পেরে আমরা অনেক আনন্দিত। গত বছর তাদের সহযোগিতায় প্রায় ৭০ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়েছিল। এরই ধারাবাহিকতায় এ বছর এই কর্মসূচি পালিত হচ্ছে। এতে ১০০ কেজি পোনামাছ অবমুক্তকরণ করা হয়েছে। আগামী দিনে বিশ্ববিদ্যালয়ের অবোকাঠামোগত উন্নয়নের মাধ্যমে নতুন ধারা আসবে বলে আশাও ব্যক্ত করেন তিনি। এছাড়া এই কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব এবং শাবিপ্রবি সমাজকর্ম এলামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম শামীমকে ধন্যবাদ জানান উপাচার্য। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের এ ধরনের কাজে নিজেকে নিযুক্ত করতে পেরে আমি অনেক গর্বিত ও আনন্দিত। আমি মনে করি শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি এসব কাজ থেকে উদ্বুদ্ধ হবে। এছাড়া শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার জন্যও আহবান জানান তিনি। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে শাবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. তুলসী কুমার দাস, সিন্ডিকেট সদস্য ও সেন্টার অব এক্সিলেন্সের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মস্তাবুর রহমান, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক জহীর উদ্দিন আহমদ, প্রক্টর ড. আলমগীর কবীর, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিবুল আলম, ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি) অতিরিক্ত পরিচালক ইশরাত ইবনে ইসমাইল, রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন, বিভিন্ন বিভাগের শিক্ষক, দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
    123
45678910
11121314151617
18192021222324
25262728293031
       
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ