সিলেট ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২৭ অপরাহ্ণ, জুলাই ১০, ২০২০
সিল-নিউজ-বিডি ডেস্ক :: দেশব্যাপী কোভিড-১৯ ভাইরাসের কারণে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী গত ২৪ মার্চ সন্ধ্যা থেকে সব ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। কিন্তু নিয়মানুযায়ী ১০ দিন পূর্বে আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি হয়। ফলে ৩১ মার্চ পর্যন্ত অগ্রিম বিক্রি হওয়া ট্রেনের টিকিটের টাকা যাত্রীদের ফেরত দেবে রেলওয়ে।
শুক্রবার বিক্রি হওয়া টিকিটের টাকার রিফান্ড সংক্রান্ত প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যাত্রীদের টিকিটের টাকা ফেরত চেয়ে নিজ নিজ স্টেশন মাস্টারের এর মাধ্যমে সিসিএম পূর্ব/চট্টগ্রাম বরাবর আবেদন করতে হবে।
এছাড়া আবেদনের সঙ্গে উপযুক্ত প্রমাণ হিসেবে ক্রয় করা টিকিটের মূলকপি, অনলাইনে টিকিট ক্রয়ের ক্ষেত্রে প্রিন্টেড কপির সঙ্গে এনআইডির সত্যায়িত কপিসহ আবেদন করতে হবে।
এদিকে, টিকিটের টাকার রিফান্ড আবেদন করা যাবে ১০ জুলাই থেকে আগামী ১৭ জুলাই পর্যন্ত। সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এই আবেদন করা যাবে স্টেশন মাস্টারের কার্যালয়ে।
দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে ৮ মার্চ। প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ। লকডাউনের কারণে ২৪ মার্চ থেকে সব ধরনের যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ করে দেয় রেলওয়ে। শুধুমাত্র মালবাহী ট্রেন চলাচল করত।
সরকারি সিদ্ধান্ত তুলে নেয়ার পর ৩১ মে থেকে সীমিত আকারে স্বাস্থ্যবিধি মেনে আন্তঃনগর ট্রেন চালু করা হয়েছে। বর্তমানে বিভিন্ন রুটে ১৭টি আন্তঃনগর ট্রেন চলাচল করছে।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি