কুলাউড়ার ক্ষতিগ্রস্ত মন্দির পরিদর্শনে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ নেতৃবৃন্দ

প্রকাশিত: ১১:১২ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০২১

কুলাউড়ার ক্ষতিগ্রস্ত মন্দির পরিদর্শনে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ নেতৃবৃন্দ

স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের কুলাউড়ার কর্মধা ইউনিয়নের নলডরি কালীবাড়ি, আছকরা বাদ মন্ডপ, রাজানগর মন্ডপ, ক্ষতিগ্রস্ত মন্দির পরিদর্শন ও এলাকার হিন্দু সম্প্রদায়ের সাথে শনিবার দুপুরে মতবিনিময় করেন মৌলবীবাজার জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।

জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি আ্যডভোকেট মাখন লাল দাস, অন্যতম সহ সভাপতি আশু রঞ্জন দাস, সাধারন সম্পাদক আ্যডভোকেট রাধাপদ দেব সজল, প্রাণ গোপাল রায়,সাংগঠনিক সম্পাদক স্বপন দেবরায়,উপজেলা ঐক্য পরিষদের সভাপতি বিচিত্র রঞ্জন দে, সাধারন সম্পাদক গৌরা দে,সাংগনিক সম্পাদক তুষার কান্তি দে, প্রচার সম্পাদক অশোক চন্দ,বিরেন সিংহ,ইউপি ছাত্রলীগের সাধারণ সম্পাদক নিত্য মল্লিক,আদিবাসী নেতা তমাল আজিম।

সেসময় উপস্থিত ছিলেন কর্মধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ রহমান আতিক। জেলা ও উপজেলা নেতৃবৃন্দ মন্দির আক্রমণের সাথে জড়িত দুস্কৃতকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান ও ক্ষতিগ্রস্থ মন্দির পুণ নির্মানের জন্য সরকারের নিকট জোড় দাবি জানান। সেই সাথে জেলা ও উপজেলা প্রশাসনকে এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের সার্বিক নিরাপত্তা দেয়ার অনুরোধ করেন।

উল্লেখ্য, গত বুধবার রাতে কুমিল্লার ঘটনাকে কেন্দ্র করে কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের নলডরি, রাজানগর ও আছকরাবাদ এলাকার ৩টি পূজামন্ডপে ও গত বৃহস্পতিবার জয়চন্ডী ইউনিয়নের মীরশংকর, ব্রাম্মণবাজার ইউনিয়নের শ্রীপুরে আরো দুটি মন্দিরে হামলা চালায় এলাকার কিছু দুর্বৃত্ত।
সলিনউিজবডিি ডট কম / এস:এম:শবিা