সিলেট ২১শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৭ অপরাহ্ণ, জুন ১২, ২০২০
অনলাইন ডেস্ক :; করোনা মহামারীর কারণে বিশ্বে চরম দরিদ্রতার শিকার হবে ১০০ কোটির বেশি মানুষ। একটি আন্তর্জাতিক গবেষণা সংস্থা এমন উদ্বেগজনক খবর দিয়েছে।
গবেষণাটি শুক্রবার ইউনাইটেড ন্যাশনস ইউনিভার্সিটির অংশ ইউএনইউ-ডব্লিউআইডিইআর প্রকাশিত করেছে।
সংস্থাটির গবেষকরা বিশ্বে অর্থনীতিতে নেতৃত্ব দেয়া জি৭ ও জি২০ নেতারদের করোনাকালীন সময়ে জরুরি বৈঠকে আহ্বান জানিয়েছেন। পাশাপাশি দরিদ্রতা রুখতে গবেষকরা তিনটি পরিকল্পনার প্রস্তাবনা দিয়েছেন।
সংস্থাটির গবেষকরা বলছেন, করোনাকালীন দরিদ্রতা ঠেকানোর প্রস্তুতির অংশ হিসেবে স্থগিত হওয়া সমৃদ্ধ অর্থনীতির দেশগুলোর জোট জি৭ সম্মেলন শেষ হওয়া উচিত ছিল।
গবেষকদের অনুমান, নাটকীয়ভাবে দরিদ্রতার হার বেশি হতে পারে মধ্যম আয়ের উন্নয়নশীল দেশগুলোতে। এর মধ্যে দক্ষিণ এশিয়া ও পূর্ব এশিয়ার দেশগুলোর দারিদ্রতা বিশ্বে দারিদ্রতা বণ্টনে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে।
গবেষক দলের অন্যতম সদস্য প্রফেসর সামনার বলেন, করোনা সংকটে ১০০ কোটির বেশি মানুষ চরম দরিদ্রতায় পড়বে। কারণ লাখ লাখ মানুষ দারিদ্র সীমার ওপরে বসবাস করছে। লাখ লাখ মানুষ দরিদ্রতা থেকে দূরে অনিশ্চিত অবস্থানে রয়েছে। বর্তমান পরিস্থিতি তাদের দরিদ্রতার দিকে ঠেলে দিতে পারে। আমরা দরিদ্রতা মোকাবেলা করতে বিশ্ব নেতাদের তিনটি পরিকল্পনা দিয়েছি। বিশ্বনেতাদের জরুরি ভিত্তিতে এটা করা প্রয়োজন।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি