চরম দরিদ্র হবে ১০০ কোটির বেশি মানুষ

প্রকাশিত: ৯:৪৭ অপরাহ্ণ, জুন ১২, ২০২০

চরম দরিদ্র হবে ১০০ কোটির বেশি মানুষ

অনলাইন ডেস্ক :; করোনা মহামারীর কারণে বিশ্বে চরম দরিদ্রতার শিকার হবে ১০০ কোটির বেশি মানুষ। একটি আন্তর্জাতিক গবেষণা সংস্থা এমন উদ্বেগজনক খবর দিয়েছে।

গবেষণাটি শুক্রবার ইউনাইটেড ন্যাশনস ইউনিভার্সিটির অংশ ইউএনইউ-ডব্লিউআইডিইআর প্রকাশিত করেছে।

সংস্থাটির গবেষকরা বিশ্বে অর্থনীতিতে নেতৃত্ব দেয়া জি৭ ও জি২০ নেতারদের করোনাকালীন সময়ে জরুরি বৈঠকে আহ্বান জানিয়েছেন। পাশাপাশি দরিদ্রতা রুখতে গবেষকরা তিনটি পরিকল্পনার প্রস্তাবনা দিয়েছেন।

সংস্থাটির গবেষকরা বলছেন, করোনাকালীন দরিদ্রতা ঠেকানোর প্রস্তুতির অংশ হিসেবে স্থগিত হওয়া সমৃদ্ধ অর্থনীতির দেশগুলোর জোট জি৭ সম্মেলন শেষ হওয়া উচিত ছিল।

গবেষকদের অনুমান, নাটকীয়ভাবে দরিদ্রতার হার বেশি হতে পারে মধ্যম আয়ের উন্নয়নশীল দেশগুলোতে। এর মধ্যে দক্ষিণ এশিয়া ও পূর্ব এশিয়ার দেশগুলোর দারিদ্রতা বিশ্বে দারিদ্রতা বণ্টনে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে।

গবেষক দলের অন্যতম সদস্য প্রফেসর সামনার বলেন, করোনা সংকটে ১০০ কোটির বেশি মানুষ চরম দরিদ্রতায় পড়বে। কারণ লাখ লাখ মানুষ দারিদ্র সীমার ওপরে বসবাস করছে। লাখ লাখ মানুষ দরিদ্রতা থেকে দূরে অনিশ্চিত অবস্থানে রয়েছে। বর্তমান পরিস্থিতি তাদের দরিদ্রতার দিকে ঠেলে দিতে পারে। আমরা দরিদ্রতা মোকাবেলা করতে বিশ্ব নেতাদের তিনটি পরিকল্পনা দিয়েছি। বিশ্বনেতাদের জরুরি ভিত্তিতে এটা করা প্রয়োজন।

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
    123
18192021222324
252627282930 
       
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ