যা চেয়েছি, বাজেটে তাই পেয়েছি: ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রকাশিত: ৯:৪৯ অপরাহ্ণ, জুন ১২, ২০২০

যা চেয়েছি, বাজেটে তাই পেয়েছি: ক্রীড়া প্রতিমন্ত্রী

স্পোর্টস ডেস্ক :; যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেছেন, করোনাভাইরাসের এই দুঃসময়ে ভেবেছিলাম আমাদের বাজেট কমবে। তবে বাজেটে আমরা যা চেয়েছি, সেটাই পেয়েছি। গতবারের তুলনায় আমরা ২২ কোটি ৩৭ লাখ ১৬ হাজার টাকা বেশি পেয়েছি।

গতবার সংশোধিত বাজেটে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বরাদ্দ ছিল ১ হাজার ৪৫৬ কোটি ৫৬ লাখ ৮৪ হাজার টাকা। এবার বরাদ্দ বেড়ে হয়েছে ১ হাজার ৪৭৮ কোটি ৯৩ লাখ টাকা।

ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, এবার বিকেএসপি, ক্রীড়া পরিদফতরসহ আরও কিছু খাতে বরাদ্দ বেড়েছে। ক্রীড়া সংস্থার মঞ্জুরি গতবারের মতো ৩০ কোটিই আছে। তবে আমরা আরও টাকা পাব। শেখ রাসেল মিনি স্টেডিয়াম (১৮০টি) নির্মাণ, স্টেডিয়াম সংস্কার, ইনডোর স্টেডিয়াম, টেনিস কমপ্লেক্স, যুব উন্নয়ন কমপ্লেক্স করা হচ্ছে। এগুলোসহ আরও কিছু খাতে আলাদা বরাদ্দ পাওয়া যাবে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২০-২১ অর্থবছরে প্রস্তাবিত ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ