সিলেট ৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১১ অপরাহ্ণ, জুলাই ১১, ২০২০
নিজস্ব প্রতিবেদক :: সিলেট জেলা ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রিপন (৪০) হত্যার ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে সিলেট মহানগরের দক্ষিণ সুরমা থানা পুলিশ।
রিপন খুনের ঘটনার পর পর আসামীদের ধরতে মাঠে নামে পুলিশ । শনিবার অভিযান চালিয়ে দক্ষিণ সুরমার বরইকান্দি এলাকা থেকে দুজনকে গ্রেফতার করে থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- বরইকান্দি এলাকার নোমান আহমদ (৪০) ও সাদ্দাম আমহদ (২৮)।
বিষয়টি নিশ্চিত করেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল। তিনি জানান, ইকবাল হোসেন রিপন খুনের ঘটনায় অভিযান চালিয়ে নোমান ও সাদ্দাম নামে দুজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য- গতকাল শুক্রবার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিলেট জেলা ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সেক্রেটারি ইকবাল হোসেন রিপনকে (৪০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এছাড়াও দুর্বৃত্তের হামলায় বাবলা নামে এক যুবলীগ নেতা আহত হন।
শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে সিলেটের দক্ষিণ সুরমার বাবনা পয়েন্টে এ ঘটনা ঘটে। ইকবাল হোসেন রিপন দক্ষিণ সুরমার খোঁজারখলা এলাকার আবুল হোসেনের ছেলে।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি