মণ্ডপে কোরআন শরীফ রাখার আগে দুই খাদেমের সঙ্গে বৈঠক হয় ইকবালের

প্রকাশিত: ১১:৩৪ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০২১

মণ্ডপে কোরআন শরীফ রাখার আগে দুই খাদেমের সঙ্গে বৈঠক হয় ইকবালের

নিজস্ব প্রতিবেদক:: কুমিল্লায় পূজামণ্ডপে পবিত্র কোরআন শরিফ রাখার ঘটনায় মূল অভিযুক্ত ইকবালের সঙ্গে পাশ্ববর্তী মাজারের দুই খাদেমের বৈঠক হয়েছিল।

সম্প্রতি একটি সিসিটিভি ফুটেজ দেখে এই তথ্য নিশ্চিত হয়েছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, দুই খাদেম হলেন ফয়সাল ও হাফেজ হুমায়ুন। মণ্ডপে কোরআন শরীফ রেখে আসার আগে মাজারে এই দুজনের সঙ্গে ইকবাল বৈঠক করছেন, এমন একটি ফুটেজ হাতে পেয়েছে পুলিশ। ধারণা করা হচ্ছে, মাজার থেকে কোরআন শরীফ নিয়ে নানুয়ারদীঘির পূজামণ্ডপে রেখে আসেন ইকবাল। পরে ইকবালকে দেখা যায় মণ্ডপ থেকে প্রতিমার গদা নিয়ে আবারও মাজারের দিকে ফিরে আসতে।

হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার সময়ে কুমিল্লার একটি পূজামণ্ডপের থিমে রাম সীতা হনুমান মন্দিরে হনুমানের হাঁটুর কাছে মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরিফ রাখা হয়। আর এ ঘটনাকে কেন্দ্র করে হিন্দুদের পূজামণ্ডপ গুঁড়িয়ে দেওয়া হয়। এর জের ধরে দেশের বিভিন্ন জায়গায় বাড়ি ঘরে অগ্নি সংযোগ ও পূজামণ্ডপে ভাংচুর চালানো হয়।
সিলনিউজবিডি ডট কম / এস:এম:শিবা