সিলেটে শেখ রাসেল স্মৃতি আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

প্রকাশিত: ১১:৪০ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০২১

সিলেটে শেখ রাসেল স্মৃতি আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

 স্পোর্টস ডেস্ক::  সিলেটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল দিবস ২০২১ উপলক্ষ্যে আয়োজিত শেখ রাসেল স্মৃতি আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ সেন্ট্রাল মাঠে ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।

খেলায় খেলায় জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ ২-০ গোলে জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল ও কলেজকে পরাজিত করে।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের জিওসি ও সিলেট এরিয়ার কমান্ডার এবং জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ এর প্রধান পৃষ্ঠপোষক মেজর জেনারেল হামিদুল হক, এনএসডব্লিউসি, পিএসসি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১ পদাতিক ব্রিগেডের কমান্ডার ও জেসিপিএসসির পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মো. মেজবাহ উদ্দিন আহমেদ, এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি, কমান্ডার ৩৬০ পদাতিক ব্রিগেড, কমান্ডার ৫২ পদাতিক ব্রিগেড, কমান্ডার ১৭ আর্টিলারি ব্রিগেড।

অন্যান্যের মধ্যে জালালাবাদ সেনানিবাস ও সিলেট সেনানিবাসের জ্যেষ্ঠ অফিসার্সবৃন্দ, জেসিপিএসসির অধ্যক্ষ লে. কর্ণেল মোঃ কুদ্দুসুর রহমান, পিএসসি, জেসিইএসসির অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।

প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ বিজয়ী জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এর খেলোয়ারদের হাতে রানার আপ ট্রফি তুলে দেন। এছাড়া সকল খেলোয়াড়দেরকে মেডেল ও খেলার সাথে সংশ্লিষ্ট সবাইকে মেডেল প্রদান করা হয়।

প্রধান অতিথি সমাপনী বক্তব্যে খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেন, খেলাধুলা সুস্থ মন ও মননের মহৌষধ। খেলাধুলার মাধ্যমে যেমন শৃঙ্খলাবোধ, নিয়মানুবর্তিতা ও সময়ানুবর্তিতা আসে তেমন নেতৃত্বের গুণাবলী অর্জিত হয়। খেলোয়াড়রা চমৎকার ক্রীড়ানৈপুণ্য প্রদর্শন করে এবং খেলোয়াড়সুলভ মনোভাবের পরিচয় দেয়। তাদের ক্রীড়ানৈপুণ্যে সকলকে মুগ্ধ করে। আজকের এই কিশোর ফুটবলাররা একদিন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তাদের ক্রীড়াশৈলী প্রদর্শনের সুযোগ পাবে।

এর আগে গত ১৮ অক্টোবর ২০২১ তারিখে শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষে শেখ রাসেল স্মৃতি আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট ২০২১ এর প্রথম রাউন্ড অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজকে পরাজিত করে এবং জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল ও কলেজ জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুলকে পরাজিত করে ফাইনাল উত্তীর্ণ হয়।

সহকারী অধ্যাপক মোহাম্মদ লাহিনউদ্দিনের ধারাভাষ্য ও সহকারী শিক্ষক শর্মিলা দাশ সিমির সঞ্চালনায় খেলা পরিচালিত হয়। খেলার সার্বিক সমন্বয়ক হিসেবে কাজ করেন সিনিয়র ক্রীড়া শিক্ষক মোঃ হারুন অর রশিদ ও ক্রীড়া শিক্ষক মোঃ হুমায়ন কবির।
সিলনিউজবিডি ডট কম / এস:এম:শিবা