সিলেট ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৫ অপরাহ্ণ, জুলাই ১১, ২০২০
নিজস্ব প্রতিবেদক :: গোলাপগঞ্জ থেকে ১ লক্ষ ১ হাজার জাল টাকার নোটসহ ২ প্রতারককে গ্রেপ্তার করেছে র্যাব-৯। শুক্রবার রাত সাড়ে ১১টায় তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার লামা চন্দ্ররপুর গ্রামের মৃত আবদার আলীর ছেলে সিরাজ উদ্দিন (৭৪) ও মৃত আরফিজ আলীর ছেলে মো. রিয়াজ উদ্দিন (৫৪)।
শুক্রবার (১০ জুলাই) রাত সাড়ে ১১ টার দিকে মেজর মো. শওকাতুল মোনায়েম, সিনিয়র এএসপি নাহিদ হাসান এবং এএসপি ওবাইনের নেতৃত্বে র্যাব-৯ এর একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার বুধবারি বাজার থেকে তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে ১০১টি ১০০০ টাকার জালনোট উদ্ধার ও জব্দ করা হয়।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন জানান- কোরবানী ঈদকে সামনে রেখে তারা বাজারে এই জাল টাকা ছড়াতে চেয়েছিল। বিশেষ ক্ষমতা আইনে র্যাবের মামলা দায়েরপূর্বক উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তার দুজনকে গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
আইটি সম্পাদক : মাসুম আহমদ
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি