সিলেট ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২৭ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০২১
স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের কুলাউড়ায় এক বর ঘোড়ায় চড়ে এলেন কনের বাড়িতে। বিয়ে শেষে পালকিতে করে কনে নিয়ে ফিরে এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে নবদম্পতি ফখরুল ইসলাম ও খাদিজাতুল কোবরা ইভা।
বিয়ের দিনটি স্মরণীয় করে রাখতে ঘোড়ায় চড়ে বিয়ে করতে যাওয়ার ইচ্ছা ছিল বর ফখরুল ইসলামের। আর ইচ্ছা ছিল বউ নিয়ে ফিরবেন পালকিতে। সেই ইচ্ছা পূরণ হয়েছে।
শনিবার (২৩ অক্টোবর) রাতে শহরে হঠাৎ ঘোড়ায সওয়ার করে নতুন বর সামনে এবং পেছনে পালকিতে চড়ে নববধূ যাচ্ছে, এ দৃশ্য দেখে মুগ্ধ হলেন শহরবাসী। লাল শেরওয়ানি পরে ঘোড়ায় চড়ে কনের বাড়ি গিয়েছিলেন। নববধূকে নিয়ে ফিরেছেন পালকিতে করে। চিরায়ত গ্রামবাংলার হারানো ঐতিহ্য ঘোড়া ও পালকির ব্যবহার হয়েছে এই বিয়েতে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ভাইরাল হয়েছে।
জানা যায়, কুলাউড়া পৌর শহরের দক্ষিণ বাজার এলাকার শাহি মঞ্জিলের বাসিন্দা হাজী শাহ মো. খাইরুল শামীম ও আফিয়া ইসলাম দম্পতির ছেলে শাহ মো. ফখরুল ইসলাম শুভর সঙ্গে একই উপজেলার শরিফপুর ইউনিয়নের বাগজুর গ্রামের মো. আব্দুল কাইয়ূম ও সৈয়দুন নেছা দম্পতির মেয়ে খাদিজাতুল কোবরা ইভার বিয়ের আয়োজন করেন ২০ অক্টোবর। ওই দিন ঈদে মিলাদুন্নবী (সা.) থাকায় বর-কনে শনিবার রাতে বিয়ের পিঁড়িতে বসেন।
বর ফখরুল ইসলাম শুভ বলেন, বিয়ের দিনটিকে স্মরণ রাখতেই ঘোড়া-পালকিতে বিয়ে। শখের পাশাপাশি গ্রামীণ সংস্কৃতি ধরে রাখতেই ব্যতিক্রমী এ আয়োজন। যদিও চিরায়ত গ্রামবাংলার ঐতিহ্য এখন বিলুপ্তির পথে।
হারানো ঐতিহ্যে ও জীবনের বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে পেরে তিনি উচ্ছবসিত বলেও জানিয়েছেন। দাম্পত্য জীবনে যেন সুখী হন, সে জন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।
সিলনিউজবিডি ডট কম / এস:এম:শিবা
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি