সিলেট ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০৭ পূর্বাহ্ণ, অক্টোবর ২৫, ২০২১
বিনোদন ডেস্ক:: নাটকের এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। সারা বছরই নাটকের শুটিং নিয়ে ব্যস্ত থাকেন তিনি। অথচ এই মেহজাবিন এবার জানালেন ছোটবেলা থেকেই সিনেমার নায়িকা হওয়ার শখ ছিল তার। সম্প্রতি এই শখের কথা মেহজাবিন নিজেই জানালেন তার ভক্তদের।
মেহজাবিন তার ফেসবুক পেজে আশির দশকের সাজের একটি ছবি শেয়ার করেছেন। এই অভিনেত্রী লেখেন, ফিল্মের হিরোইন হাওয়ার খুব শখ ছিল আমার। ছোটবেলা থেকেই আব্বা প্রত্যেক রোববার ম্যাটিনি শো দেখাতে নিয়ে যেতেন। মধুবালা, মুমতাজ, নার্গিস এর অভিনয় দেখতাম আর ভাবতাম আমিও একদিন হিরোইন হবো।
যদিও অনেক আগে থেকেই সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়ে আসছেন মেহজাবিন। সেসব প্রস্তাবই নাকচ করে দিয়েছেন তিনি। বিনয়ের সঙ্গে জানিয়েছেন মনমতো চিত্রনাট্য না পেলে সিনেমায় অভিনয় করবেন না তিনি। চলচ্চিত্রে না আসার কারণ জানিয়ে আসছেন। তাহলে হুট করে মেহজাবিন কেন নিজের পেজে নায়িকা হওয়ার শখের কথা জানালেন?
এমন প্রশ্ন রাখলে মেহজাবিন তেমন খোলাসা করতে চাইলেন না। রাখলেন রহস্য। তবে জানালেন এটা তার নতুন কাজের একটা গল্প। ছবিটাও সে কাজের একটি চরিত্র। যেখানে তার নাম থাকবে চম্পা। বাকিটা সময়মতো জানিয়ে দেবেন তিনি।
এদিকে মেহজাবিন ক’দিন আগেই কক্সবাজার থেকে ছুটি কাটিয়ে ঢাকায় ফিরেছেন। কক্সবাজারে পরিবারের সঙ্গে অন্যরকম সময় পার করেছেন তিনি। করোনা ও শুটিংয়ের ব্যস্ততার কারণে খুব কমই ছুটি পাওয়া হয় তার। তবে এবারের ছুটিটা প্রাণভরে উপভোগ করেছেন তিনি।
মেহজাবিন বলেন, সচরাচর ছুটি খুব একটা পাওয়া হয় না। কোভিড পরিস্থিতিতে তো আরও না। তবে এবার কক্সবাজারের সৌন্দর্য উপভোগ করেছি ইচ্ছেমতো। ছুটিটাও দরকার ছিল আমার। কারণ একঘেয়েমিতা চলে এসেছিল। ঢাকায় ফিরে আবার নতুন উদ্যমে কাজে মনোযোগ দিয়েছি। বেশ কয়েকটি নাটকের কাজ শেষ করেছি। সামনেও শুটিংয়ের এই ব্যস্ততা চলবে।
সিলনিউজবিডি ডট কম / এস:এম:শিবা
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি