সিলেট ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩০ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২১
শাবিপ্রবি প্রতিনিধি :: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে অনেক শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র নেই। তাদের বিশেষ ব্যবস্থায় জাতীয় পরিচয়পত্র প্রদানের জন্য নিবন্ধন শুরু হবে।
সোমবার (২৫ অক্টোবর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে খুলে দেয়ায় প্রত্যাবর্তন অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এ কথা বলেন। জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির জন্য একটি নির্দেশিকা থাকবে।
তিনি জানান, সাধারণ মানুষের ক্ষেত্রে যেসব শর্ত থাকে সেসবের অনেকটাই রাখা হয়নি। শর্তগুলো অনেক ক্ষেত্রে সহজ করা হয়েছে। উপাচার্যের তথ্যানুযায়ী, বিশেষ ফর্মের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে তথ্য নিয়ে জাতীয় পরিচয়পত্র প্রদান করা হবে।
তিনি মনে করেন, ‘এর গুরুত্ব অপরিসীম। এটি একটি স্থায়ী সম্পদ। আবাসিক হল শিক্ষার্থীদের শনাক্তকারী ও যাচাইকারীর বিষয়গুলো নির্বাচন কমিশন (ইসি) পুরোপুরিভাবে নিশ্চিত হতে চায়।’
তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে একটি বিশেষায়িত বুথ হবে। আশাকরা যায় এটি আগামী সপ্তাহ থেকেই কাজ শুরু করতে পারবে। শিক্ষার্থীদের কথা মাথায় রেখে বিশেষ ব্যবস্থাপনায় তাদের জাতীয় পরিচয়পত্র প্রদানের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হবে।
সিলনিউজবিডি ডট কম / এস:এম:শিবা স:এম:শিবা
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি