সিলেটের ৭ উপজেলা জাতীয় পার্টির কমিটি বিলুপ্ত

প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২১

সিলেটের ৭ উপজেলা জাতীয় পার্টির কমিটি বিলুপ্ত

সিল ডেস্ক

সিলেটের ৭টি উপজেলা শাখা জাতীয় পার্টির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

সোমবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কুনু মিয়া ও সদস্য সচিব উছমান আলী চেয়ারম্যান।

বিলুপ্ত ঘোষিত কমিটিগুলো হল, বিশ্বনাথ, ওসমানীনগর, বালাগঞ্জ, গোলাপগঞ্জ, গোলাপড়ঞ্জ পৌরসভা, দক্ষিণ সুরমা ও ফেঞ্চুগঞ্জ।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শনিবার ( ২৩ অক্টোবর ) থেকে এসব উপজেলা ও একটি পৌর কমিটির সকল কার্যক্রম বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

আগামী ১৫ দিনের মধ্যে নতুন আহ্বায়ক কমিটি গঠনের জন্য স্ব স্ব উপজেলা নেতৃবৃন্দকে সংশ্লিষ্টদের সাথে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।