কমলগঞ্জের সত্যেন্দ্র বাঁচতে চান

প্রকাশিত: ১০:৩৮ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২১

কমলগঞ্জের সত্যেন্দ্র বাঁচতে চান

স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক :: আপনার সাহায্যে বাঁচতে পারে দরিদ্র, অসহায় সত্যেন্দ্র মালাকার(৪৮)’র জীবন। জীবন বাঁচাতে তার এখন সাহায্যের প্রয়োজন। প্রায় বছর খানের পুর্বে হোচট খেয়ে পরে গিয়ে মেরুদন্ডে আঘাত প্রাপ্ত হলে ৩টি রগ থেতলে গিয়ে এখানে ঘা এর সৃষ্টি হয়েছে বলে চিকিৎসক জানান। অনেক চিকিৎসা করে এখন সহায় সম্বলহীন হয়ে পরেছেন। তিনি স্বাভাবিকভাবে হাটা চলা ফেরা করতে পারছেন না। স্ত্রী ও দুটি সন্তান নিয়ে মানবেতর জীবন যাপন করছেন।
জরুরি ভিত্তিতে তার মেরুদন্ডে অপারেশন প্রয়োজনসহ উন্নত চিকিৎসা নেয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। অন্যথায়, তার জীবন নাশের আশংকা রয়েছে। দিন দিন তার শারীরিক সমস্যা আরো জটিল থেকে জটিলতর হচ্ছে। কিন্তু টাকার অভাবে তার চিকিৎসা বর্তমানে বন্ধ রয়েছে। তার পরিবারের পক্ষে চিকিৎসা ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না। অসুস্থ সত্যেন্দ্র মালাকার একজন দিনমজুর। জমিজমা সহায়-সম্বল বলতে কিছুই নেই।
এমতাবস্থায় অসহায় ও নিরুপায় সত্যেন্দ্র মালাকারের সুচিকিৎসার জন্য দেশ-বিদেশের সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির কাছে আর্থিক সাহায্য কামনা করেছেন। অসহায় সত্যেন্দ্র মালাকারকে চিকিৎসার সাহায্য দিতে সরাসরি যোগাযোগ করুন মোবাইল নম্বরে-এবং বিকাশ পার্সোনাল ০১৭৪৩-৬৫১২১৮। সত্যেন্দ্র মালাকার, সাং-রামপুর, ৩নং মুন্সিবাজার ইউনিয়ন,থানাঃ কমলগঞ্জ,জেলাঃ মৌলভীবাজার।