প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা ছাত্রদল নেতা, গণপিটুনি

প্রকাশিত: ১২:৪২ পূর্বাহ্ণ, অক্টোবর ২৭, ২০২১

প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা ছাত্রদল নেতা, গণপিটুনি

অনলাইন ডেস্ক

প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়ায় পাবনার আমিনপুরে এক ছাত্রদল নেতাকে গণপিটুনি দিয়েছেন এলাকাবাসী। সোমবার উপজেলার রূপপুর ইউনিয়নের ভূয়াপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।

দুপুরে আপত্তিকর অবস্থায় আটকের পর স্থানীয় জনতার ক্রোধের শিকার হন তিনি। গণধোলাইয়ের শিকার মো. মাসুদ রানা (৩২) পাবনা জেলা ছাত্রদলের সহ-সভাপতি ও বেড়া উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক।
এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, কিছুদিন ধরে রূপপুর ইউনিয়নের প্রবাসী আলমাসের স্ত্রী মরিয়ম আক্তারের সঙ্গে মাসুদ রানার পরকীয়া প্রেমের সম্পর্ক চলছিল। সোমবার দুপুরে ওই গৃহবধূর এক ভাইয়ের বাসা থেকে তাদের দুজনকে আপত্তিকর অবস্থায় আটক করে স্থানীয় জনতা। পরে মাসুদ রানা উত্তেজিত জনতার গণধোলাইয়ের শিকার হন। গণধোলাইয়ের একপর্যায়ে ঘটনাস্থল থেকে দৌড়ে পালান মাসুদ। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই গৃহবধূকে জিজ্ঞাসাবাদের জন্য আমিনপুর থানায় নিয়ে যায়।

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন আলী জানান, আটক নারীকে উত্তেজিত জনতার রোষানল থেকে রক্ষা করতে পুলিশি হেফাজতে নেওয়া হয়। রাতে জিজ্ঞাসাবাদ শেষে তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, এলাকায় অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছাত্রনেতা মাসুদ রানা ও মরিয়মের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসী।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রিন্স মাসুদের দলীয় পরিচয় নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ বিষয়ে আমরা কোনো অভিযোগ পাইনি। সামাজিক মাধ্যমে বিষয়টি জেনেছি। তদন্তসাপেক্ষে দলীয় ব্যবস্থা নেওয়া হবে।