বাংলাদেশের বিপক্ষে ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ

প্রকাশিত: ১০:৩০ পূর্বাহ্ণ, অক্টোবর ২৭, ২০২১

বাংলাদেশের বিপক্ষে ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ

ডেস্ক:: টি-টোয়েন্টি বিশ্বাকাপের সুপার টুয়েলভ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।

সুপার টুয়েলভের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে হেরে যাওয়ায় কিছুটা ব্যাকফুটে চলে গেছে টাইগাররা। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে ৫৫ রানে প্যাকেট করে দারুণ ছন্দে ইংলিশরা।
তবে ২০১১ ও ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ ইংল্যান্ডের বিপক্ষে জয় পেয়েছে। বিশ্বকাপের মতো মঞ্চে বাংলাদেশ ইংল্যান্ডের ওপর মানসিক চাপ তৈরি করতে পারে বলে মনে করেন বিশ্লেষকরা।

ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ

জেসন রয়, জস বাটলার, ডেভিড মালান, জনি বেয়ারস্টো, ইয়ন মরগান, লিয়াম লিভিং, মঈন আলী, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ ও টাইমাল মিলস।
সিলনিউজবিডি ডট কম / এস:এম:শিবা স:এম:শিবা

এ সংক্রান্ত আরও সংবাদ