বিদ্বেষের শিকার ভারতীয় পেসার, পাশে দাঁড়ালেন রিজওয়ান

প্রকাশিত: ১১:০৯ পূর্বাহ্ণ, অক্টোবর ২৭, ২০২১

বিদ্বেষের শিকার ভারতীয় পেসার, পাশে দাঁড়ালেন রিজওয়ান

অনলাইন ডেস্ক
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে রবিবার রাতে ১০ উইকেটে হারিয়ে দিয়েছে পাকিস্তান। এই ম্যাচের পর ভারতীয় পেসার মোহাম্মদ শামিকে উদ্দেশ্য করে বিদ্বেষমূলক মন্তব্য করছেন নেটিজেনরা। শামি চিরপ্রতিদ্বন্দ্বী দলের হলেও তার পাশে দাঁড়ালেন পাকিস্তানের ওপেনার মোহাম্মদ রিজওয়ান।

দুবাইতে হারের পর শামির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শত শত বার্তা আসে। তাকে ‘বিশ্বাসঘাতক’ বলেছে অনেকে এবং ভারতীয় দল থেকে বের করে দেওয়ার দাবি জানানো হয়।
এই ঘটনার পর দিন সোশ্যাল মিডিয়া টুইটারে রিজওয়ান ভারতীয় ক্রিকেট ভক্তদের প্রতি তাদের তারকাদের সম্মান করার আহ্বান জানান। তিনি আরোও বলেন, এই খেলার উদ্দেশ্য মানুষকে একত্রীত করা, বিভক্ত করা নয়।

রিজওয়ান টুইটারে লিখেছেন, ‘একজন খেলোয়াড়কে দেশের ও দেশের মানুষের জন্য যে চাপ, সংগ্রাম আর বিসর্জনের মধ্যে দিয়ে যেতে হয় তা অপরিসীম। মোহাম্মদ শামি একজন তারকা, এমনকি বিশ্বের সেরা বোলারদের একজন। দয়া করে আপনাদের তারকার প্রতি সম্মান দেখান। মানুষকে একত্রিত করা এই খেলার উদ্দেশ্য, বিভক্ত করা নয়।’

সিলনিউজবিডি ডট কম / এস:এম:শিবা

এ সংক্রান্ত আরও সংবাদ