কক্সবাজারে সাবেক ছাত্রলীগ নেতাকে গুলি

প্রকাশিত: ১২:১৩ পূর্বাহ্ণ, অক্টোবর ২৮, ২০২১

কক্সবাজারে সাবেক ছাত্রলীগ নেতাকে গুলি

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোনাফ সিকদার গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে অজ্ঞাতনামা ব্যক্তিরা তাকে গুলি করে পালিয়ে যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, কলাতলী সুগন্ধা সড়কের শুকটী মার্কেটের সামনে হঠাৎ গুলি করে দুর্বৃত্তরা। তাৎক্ষণিক কাউকে চেনা যায়নি। স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে।
জেলা সদর হাসপাতালের আরএমও ডা. মোহাম্মদ শাহীন আবদুর রহমান চৌধুরী জানান, আহতের শরীরে গুলির চিহ্ন রয়েছে। জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রামে রেফার করা হয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গীয়াস জানান, ঘটনাটি কারা ঘটিয়েছে তা তৎক্ষণিকভাবে জানা যায়নি। তদন্তের পর ব্যবস্থা নেওয়া হবে।

সিলনিউজবিডি ডট কম / এস:এম:শিবা