সিলেট ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩৫ পূর্বাহ্ণ, অক্টোবর ২৮, ২০২১
সরকার হায়দার, পঞ্চগ
দেশের সর্ববৃহৎ মাল্টা বাগান এখন পঞ্চগড়ে। জেলার বোদা উপজেলার বেংহারি ইউনিয়নে গড়ে উঠেছে এই বাগান। বীরগঞ্জ উপজেলার সুজলপুর গ্রামের সৈয়দ মাহফুজার রহমান সেলিম বোদা উপজেলায় ৬০ বিঘা জমি বর্গা নিয়ে এই বাগান গড়ে তুলেছেন। কৃষি সম্প্রসারণ অধিদফতর বলছে এই বাগান দেশের সর্ববৃহৎ মাল্টা বাগান। পঞ্চগড়ে প্রতিনিয়ত বাড়ছে মাল্টা বাগান। খেতে সুস্বাদু হওয়ায় পঞ্চগড়ের মাল্টার চাহিদাও বাড়ছে।
সৈয়দ সেলিম জানান, ২০১৯ সালের জুন মাসে তিনি ১৫ বছরের জন্য ৬০ বিঘা জমি বর্গা নিয়ে বারি ১ মাল্টা চাষ শুরু করেন। ৯ হাজার গাছ লাগিয়েছেন তিনি। এ বছর প্রথম ফল আসা শুরু করেছে। প্রতিবছর তিনি প্রত্যেক গাছ থেকে ২০ কেজি মাল্টা তুলতে পারবেন। সে হিসাবে ১ লাখ ৮০ হাজার কেজি মাল্টা উৎপাদন করতে পারবেন। পঞ্চগড়ের ফল ব্যবসায়ীরা বাগান থেকে ৯০ থকে ১০০ টাকা কেজি দরে মাল্টা কিনছেন।
পঞ্চগড়ের আবহাওয়া এবং মাটির গুণাগুণ বিশ্লেষণ করে কৃষি অধিদফতর বলছে, এই জেলায় মাল্টা চাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে। তাই প্রতিনিয়ত বাড়ছে মাল্টা চাষ। অনেকে চা বাগানে মাল্টা চাষ করছেন। অনেকে আবার মাল্টা বাগানে পেঁপে, কলাসহ অন্যান্য ফল আবাদ করে বাড়তি আয়ও করছেন। প্রথম দিকে বাড়ির আঙ্গিনা বা খোলা জায়গায় নিতান্ত শখের বসেই মাল্টা চাষ করছিলেন এই জেলার অধিবাসীরা। ধীরে ধীরে তা বাণিজ্যিক আকারে সম্প্রসারিত হচ্ছে।
বোদা উপজেলার অবসরপ্রাপ্ত শিক্ষক তরিকুল ইসলাম জানান, শখের বসেই ৪০টি মাল্টা গাছ লাগিয়ে শুরু করেছিলাম। ভালো ফল পেয়ে এখন প্রায় ১ একর জমিতে মাল্টা চাষ করেছি। মাল্টায় ভরে উঠেছে তার বাগান। এ বছর প্রায় ৪ লাখ টাকার মাল্টা বিক্রি করবেন বলে আশা করছেন তিনি।
বোদা উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন আল রশিদ জানান, পঞ্চগড়ের মাটি মাল্টা চাষে উপযোগী। এ বছর আবহাওয়া ভালো থাকায় প্রচুর ফলন হয়েছে। দেশের সর্ববৃহৎ মাল্টা বাগান গড়ে উঠেছে পঞ্চগড়ে। মাল্টা চাষ আরও সম্প্রসারিত হচ্ছে। আমরা চাষিদের নানাভাবে সহযোগিতা করছি।
সিলনিউজবিডি ডট কম / এস:এম:শিবা
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি