চৌহাট্টায় ছাত্রলীগের রাস্তা অবরোধে এক দাবী সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের কমিটি বিলুপ্তী !(ভিডিও)

প্রকাশিত: ৫:২১ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২১

চৌহাট্টায় ছাত্রলীগের রাস্তা অবরোধে এক দাবী সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের কমিটি বিলুপ্তী !(ভিডিও)

নিজস্ব প্রতিবেদক

সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের কমিটি বিলুপ্তের দাবিতে সিলেটে ছাত্রলীগের কর্মসূচীর অংশ হিসেবে নগরীর চৌহাট্টা সড়ক অবরোধ করেছেন সাবেক ও বর্তমান নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে ছাত্রলীগের নেতাকর্মীরা চৌহাট্টায় অবস্থান নেয়।

‘অছাত্র হঠাও ছাত্রলীগ বাঁচাও’, ‘পকেট কমিটি মানিনা, মানবো না’, ধর্ষকদের মদদদাতাদের দিয়ে কমিটি, বাতিল চাই, বাতিল চাই’ এমন স্লোগান দিতে থাকেন নেতাকর্মীরা।

এসময় নানা প্রতিবাদ সম্বলিত প্লেকার্ডও দেখা যায়।

নগরীর তেলিহাওর থেকে শুরু হয়ে নগরীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে চৌহাট্টা পয়েন্টে গিয়ে সড়ক অবরোধ করেন নেতাকর্মীরা।

এ সংক্রান্ত আরও সংবাদ