সিলেট ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১৮ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২১
প্রেস বিজ্ঞপ্তি
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব বলেছেন, জ্ঞানের শক্তি দিয়ে সমাজকে আলোকিত করতে হবে। শুধু অর্থবৈভব দিয়ে সৃজনশীল ও সভ্য সমাজ গঠন সম্ভব নয়। সুশিক্ষার মধ্য দিয়ে সমাজ বিকশিত ও প্রস্ফুটিত হয় এবং জ্ঞান অর্জন ও জ্ঞান সৃষ্টির পথ উন্মুক্ত হয়। এই জ্ঞানের মাধ্যমে ব্যক্তি তার সমাজকে সমৃদ্ধ করে। শিক্ষকরা হচ্ছেন আঁধারের মাঝে আলোর প্রদীপ। যারা আলোর মতো সরলরেখায় অবিরাম বিলিয়ে যান জ্ঞানের ভান্ডার।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকালে দক্ষিণ সুরমার তুরুকখলা ইসলামিয়া বালিকা আলিম মাদ্রাসার অবসরপ্রাপ্ত দুই শিক্ষকের বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় বদরুল ইসলাম শোয়েব আরও বলেন, সমাজের প্রতিটি মানুষের চরিত্রের পরিবর্তন আনতে হবে। ঐক্যবদ্ধ, প্রগতিশীল ও সুশিক্ষিত জাতি গঠনে আমাদের প্রথম যে কাজ করা উচিত তা হলো হিংসা-বিদ্বেষ হৃদয় থেকে মুছে ফেলা এবং মানুষে মানুষে ভেদাভেদ বন্ধ করা। তাহলেই আমরা মহান মুক্তিযুদ্ধের চেতনা আদর্শে দেশ, জাতি ও সমাজের উন্নয়নে কার্যকর হতে পারবো।
তুরুকখলা ইসলামিয়া বালিকা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল ফাত্তাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দক্ষিণ সুরমা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সত্য ব্রত রায়।
প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী জুলফা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি ও আওয়ামী লীগ নেতা খিজির খান, শিক্ষানুরাগী এটিএম মাসুদ চৌধুরী, মাদ্রাসার উপাধ্যক্ষ নূর আহমদ, মাওলানা রশীদ আহমদ, দাউদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুল হক, আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন, যুব সংগঠক শাহীন আহমদ।
অনুষ্ঠানে মাদ্রাসার অবসরপ্রাপ্ত দুই শিক্ষক মো. আব্দুল কুদ্দুছ ও মোছাদ্দেক আহমদ চৌধুরীকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তিলাওয়াত করেন শিক্ষার্থী তানজিলা বেগম এবং শিক্ষার্থীদের মাঝে শুভেচ্ছা বক্তব্য রাখেন- সাবেরা মৌলা লিমা, ফাকমিদা আকতার ও আফরোজা সুলতানা চাঁদনী।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি