কিশোর গ্যাং : টঙ্গীতে আতঙ্কে এলাকাবাসী

প্রকাশিত: ৮:৩৯ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০২১

কিশোর গ্যাং : টঙ্গীতে আতঙ্কে এলাকাবাসী

টঙ্গী প্রতিনিধি:

গাজীপুরের টঙ্গীতে ফের কিশোর গ্যাং সক্রিয় হয়ে উঠেছে। নগরীর বিভিন্ন এলাকায় সন্ত্রাসী হামালা, চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করে দাবড়ে বেড়াচ্ছে। এতে এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। তবে কিশোর গ্যাং রোধে পুলিশ প্রশাসনের অভিযান বন্ধ থাকায় ফের সক্রিয় হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন স্থানীয় বাসিন্দারা।

জানা যায়, নগরীর বিভিন্ন এলাকায় ফের সক্রিয় হয়ে উঠেছে কিশোর গ্যাং। বিভিন্ন স্থানে কিংবা বস্তিতে বসবাসরত কিশোর অপরাধীরা সংঘবদ্ধ হয়ে অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পড়ছে। তবে এসব অপরাধীদের ব্যবহার করছে রাজনৈতিক দলের নেতারা আবার নিজেরাই জড়িয়ে পড়ছে বিভিন্ন অপরাধে। এরমধ্যে মাছিমপুর ,পাগাড়, আরিচপুর, দত্তপাড়া, এরশাদনগর, কলেজ গেট, আউচপাড়া,গাজীপুরা ব্যাংক পাড়াসহ বিভিন্ন এলাকায় কিশোর গ্যাং এর অত্যাচারে অতিষ্ট হয়ে উঠেছে এলাকার লোকজন। তবে পূর্ব থানা এলাকায় কিশোর গ্যাং এর সংখ্যা বেশি।
গত বৃহস্পতিবার রাতে টঙ্গী পূর্ব থানাধীন গোপালপুর এলাকায় তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে ডিস ব্যবসায়ী খোকনের বাড়িতে ৩০-৪০ জন কিশোর হামলা করে। সফিউদ্দিন রোডের এক বাসিন্দা হিরণ মিয়া বলেন, টঙ্গী কলেজ রোড, সফিউদ্দিন,মোল্লাবাড়ি রোডের মোড়ে মোড়ে কিশোর গ্যাং,স্কুল ও কলেজ এর শিক্ষার্থীরা বিদ্যালয় থেকে বের হলে তাদেরকে নানাভাবে বিরক্ত করছে।

এ বিষয়ে এলাবাসী বলছেন, টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা পুলিশের ভূমিকা নিস্ক্রিয় রয়েছে। যে কারণে কিশোর গ্যাং আবার সক্রিয় হয়ে উঠেছে।

এ ব্যাপারে পশ্চিম থানার ওসি শাহ আলম এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমার এলাকায় কিশোর গ্যাং অনেকটাই কমে এসেছে, কিশোর গ্যাং রোধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

সিলনিউজবিডি ডট কম / এস:এম:শিবা