‘দেশকে মাদকমুক্ত করতে খেলাধুলার বিকল্প নেই

প্রকাশিত: ১০:০২ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০২১

‘দেশকে মাদকমুক্ত করতে খেলাধুলার বিকল্প নেই

 স্পোর্টস ডেস্ক::

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রীড়াঙ্গনে বেশি গুরুত্ব দিয়েছেন। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে খেলাধুলায় অংশ নিতে হবে। খেলাধুলা করলে মনমানসিকতা আরও ভালো হবে। শারীরিকভাবে সুস্থ হবে এবং নিজেদেরকে আরও বেশি তৈরি করতে পারবে। দেশকে মাদকমুক্ত ও সমাজকে অবক্ষয় থেকে রক্ষা করতে খেলাধুলার কোন বিকল্প নেই।

শুক্রবার বিকালে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি দিনাজপুর মহারাজা গিরিজানাথ উচ্চ বিদ্যালয় মাঠে ৬ষ্ঠ বারের মত ৭নং ওয়ার্ড কাউন্সিলর কাপ ফুটবল টুর্ণামেন্ট এর চুড়ান্ত খেলা শেষে পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
চুড়ান্ত খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন দিনাজপুর সদরের ‘উপশহর একাদশ’ ও ‘দাউদপুর ফুটবল একাডেমী’-নবাবগঞ্জ। ট্রাইব্রেকারে উপশহর একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে দাউদপুর ফুটবল একাডেমী।

দিনাজপুর গাওসুল আযম চক্ষু হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডাঃ ইলিয়াস আলী খান এডিন-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশেষ অতিথি দিনাজপুরের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট বারিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. রুস্তম আলী, দিনাজপুর পৌর প্যানেল মেয়র আবু তৈয়ব আলী দুলাল, দিনাজপুর চালকল মালিক গ্রুপের সভাপতি মোছাদ্দেক হোসেন, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরুপ বকসী বাচ্চু, সাধারন সম্পাদক সুব্রত মজুমদার ডলার, সাবেক সভাপতি চিত্ত ঘোষ, দিনাজপুর ফুটবল এসোসিয়েশনের সভাপতি গোলাম নবী দুলাল, শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবীর সোহাগ, সাধারন সম্পাদক এসএম খালেকুজ্জামান রাজু, ৭নং ওয়ার্ড কাউন্সিলর টুর্নামেন্টের প্রধান আয়োজক মোঃ রেহাতুল ইসলাম খোকা, ৭নং ওয়ার্ড কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টে কমিটির আহবায়ক আলহাজ্ব সৈয়দ সপু আহম্মেদ, সদস্য সচিব হুমায়ুন কবীর আপেল প্রমুখ।

সিলনিউজবিডি ডট কম / এস:এম:শিবা