দলদলির চা-বাগানে দ্বিতীয় পঞ্চায়েত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

প্রকাশিত: ১০:২৪ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০২১

দলদলির চা-বাগানে দ্বিতীয় পঞ্চায়েত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নিউজ ডেস্ক ::

দলদলি যুব সংঘের উদ্যেগে সিলেটে ২য় পঞ্চায়েত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২৯ অক্টোবর) বিকেলে নগরীর পূর্ব শাহী ঈদগায় দলদলির চা-বাগান মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

দলদলি চা-বাগান পঞ্চায়েত সভাপতি মিন্টু দাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন লাক্কাতুরা চা-বাগানের সিনিয়র সহকারী ব্যবস্থাপক এআর.এম. জিলকার চৌধুরী।

বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন, আইনজীবী এ. এইচ.এম জাফর চৌধুরী বুলবুল, কর্পোরেট ম্যানেজার এফেয়ার্স শেভরণ বাংলাদেশের ডেপুটি ম্যানেজার জে. এম. এইচ জে ফেরদৌস।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, দলদলি যুব সংঘের সভাপতি মনোরঞ্জন দাশ।

বিকাশ রঞ্জন মুন্ডার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, সিলেট ভ্যালির ২৩টি চা-বাগানের সভাপতি রাজু গোয়েলা, দলদলি চা-বাগানের বড় বাবু গোলাম মুরতুজা বেলাল, ব্যবসায়ী গৌতম দাশ, সুদেন দাশ, অমল দাশ, দলদলি চা-বাগানের যুব সমাজ উপদেষ্টা হরিচরণ দাশ, ফুটবল একাডেমির বেলাল আহমদ, ৭, ৮ ও ৯নং ইউ/পি সদস্য দিপালী গোয়ালা, দলদলি যুব সংঘের উপদেষ্টা ডা. রিপন কুর্মি, বাংলাদেশ রবিদাশ ছাত্র পরিষদের সভাপতি মহন রবি দাশ, শেভরণ বাংলাদেশের ফিল্ড কর্পোরেট এফেয়ার্স ম্যানেজার ইমাম হাসান।

আরও উপস্থিত ছিলেন, শ্যামল চন্দ্র মুন্ডা, সঞ্জয় শীল, অপু দাশ, বিশ্বজিৎ দাম, সুুমন দাশ, রঙ্গুলাল মুন্ডা, আপন দাশ, রতন দাশ, সাজন দাশ, লিটন দাশ, সুবাষ মুন্ডা, অনুকূল দাশ, অঞ্জন দাশ, পবন দাশ, সবুজ কড়ঙ্গী প্রমুখ।

সিলনিউজবিডি ডট কম / এস:এম:শিবা