পাথরঘাটায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: ১০:২৫ পূর্বাহ্ণ, নভেম্বর ১, ২০২১

পাথরঘাটায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

অনলাইন ডেস্ক

বরগুনার পাথরঘাটায় জাহিদুল ইসলাম (২৩) নামে এক যুবককে ১৩০ পিস ইয়াবাসহ আটক করেছে কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন সদস্যরা।

গতকাল রবিবার রাত ৮টার দিকে উপজেলার পৌরসভার তালতলা মসজিদের পশ্চিম পাশ থেকে তাকে আটক করা হয়। আটক জাহিদুল ইসলাম পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আলতাফ হোসেন মাঝির ছেলে।
কোস্টগার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তালতলা এলাকায় অভিযান চালিয়ে জাহিদুল ইসলামকে ইয়াবাসহ আটক করা হয়। আটক জাহিদুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাথরঘাটা থানায় মামলা দায়ের করা হয়েছে।

বিডি প্রতিদিন