সিলেটে ৭২৬ জনে করোনাক্রান্ত ৭

প্রকাশিত: ১২:৪২ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২১

সিলেটে ৭২৬ জনে করোনাক্রান্ত ৭

নিউজ ডেস্ক::

সিলেটে মহামারি করোনাভাইরাসে আরও ৭ জন রোগী শনাক্ত হয়েছেন। সর্বশেষ চব্বিশ ঘন্টায় ৭২৬ জনের নমুনা পরীক্ষা করে তাদেরকে শনাক্ত করা হয়। এ সময়ে নতুন করে কেউ মারা যাননি বিভাগে।

স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় থেকে আজ সোমবার এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টার মধ্যে সিলেট বিভাগে করোনাক্রান্ত হয়ে কেউ মারা না যাওয়ায় মৃতের সংখ্যা এখন ১১৭৫ জনই আছে।

এর মধ্যে ওসমানীতে ১১৮ জনসহ সিলেট জেলায় মৃতের সংখ্যা ৯৮২ জন। মৃতদের মধ্যে সুনামগঞ্জের ৭৩ জন, মৌলভীবাজারের ৭২ জন ও হবিগঞ্জের ৪৮ জন রয়েছেন।

এদিকে, সর্বশেষ চব্বিশ ঘন্টায় সিলেট বিভাগে ৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ৩ জন সিলেট জেলার, ২ জন মৌলভীবাজারের ও ২ জন হবিগঞ্জের।

৭২৬ জনের নমুনা পরীক্ষা করে তাদেরকে শনাক্ত করা হয়। শনাক্তের হার ০.৯৬।

সবমিলিয়ে বিভাগে করোনাক্রান্তের সংখ্যা এখন ৫৪ হাজার ৮৮১ জন। এর মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৮৫০ জনসহ সিলেট জেলায় শনাক্তের সংখ্যা ৩৩ হাজার ৮২০ জন। সুনামগঞ্জের ৬২৪৫ জন, মৌলভীবাজারের ৮১৬৫ জন ও হবিগঞ্জের ৬৬৫১ জন রয়েছেন শনাক্তের তালিকায়।

সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানান, সর্বশেষ চব্বিশ ঘন্টায় বিভাগে সুস্থ হয়েছেন ৮ জন। সুস্থ হওয়াদের মোট সংখ্যা এখন ৪৯ হাজার ১৬ জন।

তিনি আরও জানান, সিলেট বিভাগের চার জেলা মিলিয়ে বর্তমানে ১২ জন করোনা রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।
সিলনিউজবিডি ডট কম / এস:এম:শিবা

এ সংক্রান্ত আরও সংবাদ