সিলেট ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১৮ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২১
শাবিপ্রবি প্রতিনিধি::
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(শাবিপ্রবি)’র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ভর্তির মেয়াদ উত্তীর্ণ ও নতুন আবাসন নেয়া ছাত্রদের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।
সোমবার (১ নভেম্বর) হলের প্রাধ্যক্ষ সহযোগী অধ্যাপক মোহাম্মদ সামিউল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক ছাত্রদের মধ্যে যাদের পরবর্তী মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে তাদের আগামী ০৭/১১/২০২১ এর মধ্যে নির্ধারিত ফি (ফরম ফি সহ) জমা দিয়ে ভর্তি কার্যক্রম শেষ করার জন্য বলা হলো এবং হলে ভর্তির জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিকট থেকে নিম্ন শর্ত অনুযায়ী আবেদনপত্র আহবান করা যাচ্ছে।’ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘উপরিল্লিখিত তারিখের মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করতে না পারলে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
হলে নতুন ছাত্র ভর্তির জন্য যেসকল শর্তাবলী প্রযোজ্য তা নিম্নরূপ: ১। হলে ভর্তি-ইচ্ছুক ছাত্রদেরকে ১০০ টাকা ব্যাংক একাউন্ট নং -৩৪০১২০৬৯ , সোনালী ব্যাংক শাবিপ্রবি, সিলেটে জমা দিয়ে রশিদ হল অফিসে জমা দিয়ে আবেদনপত্র সংগ্রহ করতে হবে।
২। যথাযথভাবে পূরণকৃত আবেদনপত্র আগামী ০৭/১১/২০২১ তারিখের মধ্যে ফল অফিসে জমা দিতে হবে।
৩। আবেদনকৃত শিক্ষার্থীদের সরাসরি সাক্ষাৎকার গ্রহণের পর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
৪। চূড়ান্তভাবে নির্বাচিত হলে ভর্তি হতে পারবে বিশেষ সতর্কতা দিয়ে বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ‘হলে ভর্তির জন্য নগদ অর্থ কারো সাথে লেনদেন না করার নির্দেশ দেওয়া হলো।’
হলে ভর্তির আহবান করে হল প্রাধ্যক্ষ মোহাম্মদ সামিউল ইসলাম বলেন, “যেহেতু বিশ্ববিদ্যালয় উপাচার্য মহোদয়ের নির্দেশ রয়েছে আবাসিক হলে কোনো অবৈধ ছাত্র থাকতে পারবে না তাই আমাদের হলের মেয়াদ উত্তীর্ণ ছাত্রদের ভর্তি নিশ্চিত করা প্রয়োজন। এছাড়া প্রাক্তন ছাত্ররা হল ছেড়ে চলে যাওয়ায় যারা এখন নতুন করে হলে উঠতে চাচ্ছে তাদের আবাসন ব্যবস্থা নিশ্চিত করার জন্যও ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।”
সিলনিউজবিডি ডট কম / এস:এম:শিবা
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি