সিলেট ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২৬ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২১
ফাতেমা জান্নাত মুমু::
সম্প্রতি রাঙামাটি সরকারি মহিলা কলেজের এক ছাত্রীর মৃত্যুকে কেন্দ্র করে উদ্বেগ-উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। যদিও নিজ ঘরে ঝুলন্ত অবস্থায় মিলেছিল তার লাশ। তবুও হত্যা না আত্মহত্যা সে বিষয়ে নানা বিতর্ক রয়েছে সহপাঠী ও তার পরিবারের।
সোমবার সকালে এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন ও দোষীদের গ্রেফতারের দাবিতে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে মহিলা কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা প্রতিবাদী ব্যানার-ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, পূর্ণিমা চাকমা (১৯) রাঙামাটি জেলার জুরাছড়ি উপজেলার ৪ নম্বর দুমদুম্যা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বগাহালী এলাকার সাধন চাকমার মেয়ে। রাঙামাটি সরকারি মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিলেন। একজন শিক্ষার্থীর এমন মৃত্যু কখনোই কাম্য নয়। তার মৃত্যু স্বাভাবিক হতে পারে না। এটাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হচ্ছে। এ ঘটনার বিষয়ে উচ্চতর তদন্ত হওয়া প্রয়োজন।
অভিযোগ রয়েছে, পূর্ণিমা চাকমা রাঙামাটি শহরের রাজবাড়ী এলাকায় একটি বাড়িতে ভাড়া বাসায় থাকতেন। গত শুক্রবার বিকেলে প্রতিবেশীরা তাকে গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে মৃত ঘোষণার পর হাসপাতালে নিয়ে আসা ব্যক্তিরা পালিয়ে যায়।
সিলনিউজবিডি ডট কম / এস:এম:শিবা
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি